শরতের কাশফুল

লিখেছেন লিখেছেন বাজলবী ২০ আগস্ট, ২০১৫, ১২:৩৮:৩৯ রাত

শরতের কাশফুল

তুলতুল

হাওয়ায় দোলে

দোদুল দুল।

সুদূর অাকাশ

নীলেনীলে

সাদাবক উড়ে

যায় মঞ্জিলে।

শরতের ভোরে

সবুজঘাসে

শিশির পড়ে

রৌদ্রহাসে।

শরতের বাগানে

ফুলেফুলে

প্রজাপতি নাচে

প্রাণটা খুলে।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337014
২০ আগস্ট ২০১৫ রাত ০১:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অল্পতে শরতের সময়নিষ্ঠ... ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৫ সকাল ০৫:০৪
278951
বাজলবী লিখেছেন : অাপনার জন্য একগুচ্ছ কাশফুলের শুভেচ্ছা।
337040
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৫৬
নাবিক লিখেছেন : বেশ সুন্দর ছড়া
২১ আগস্ট ২০১৫ সকাল ০৫:০৫
278952
বাজলবী লিখেছেন : কাশফুলের স্নিগ্ধ সুবাসে কাটুক অাপনার সবটুকু সময়।
353975
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৫
295073
বাজলবী লিখেছেন : শুকরিয়া ভাইয়া। জাযাকাল্লাহ খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File