একটি কেল্লা বানাতে চাই
লিখেছেন লিখেছেন বাজলবী ২৩ এপ্রিল, ২০১৫, ০২:৩৩:১৪ দুপুর
একটি কেল্লা বানাতে চাই
ঠিক তিতুমীরের বাশেঁর কেল্লার মতো।
যেখানে অত্যাচারী শাসকের পেট ছেদে দিতে রণকৌশলের মহরা হবে।
সাহসী তরুণ যুবকদের অংশগ্রহণে টালমাটাল হবে কেল্লা।
অত্যাচারীর মসনদ তরতর করে করে কাঁপিয়ে তুলবে।
হূদয়ে ধারন করবে ঈমানী জযবা।
এসো হে যুবক অন্যায় খতমে ন্যায় প্রতিষ্ঠার অাহবানে কদমে কদমে মুখরিত কর কেল্লা।
অত্যাচারীর ট্যাংক কামান বুলেট দেখে ভয় পেয়ো না।
নিরাশ হয়োনা।
অামরা তো বীরের উত্তরসূরী
সেই ওমরের সেই খালিদের।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তো ভাই ধন্যবাদ নিবেন অনেক।
মন্তব্য করতে লগইন করুন