এ সংগ্রামে
লিখেছেন লিখেছেন বাজলবী ২২ এপ্রিল, ২০১৫, ০৭:৩৬:৩৮ সন্ধ্যা
এসো বাতিলের বিরুদ্ধে করি সর্বাত্মক সংগ্রাম
যার যেভাবে যতটুকু সাধ্য কুলায়
সংগ্রামের হাতিয়ার কবিতা দিয়ে
প্রয়োগ চালায় লেখনি শক্তিতে।
কবি হাসসান বিন সাবিতের ন্যায়
তেজোদীপ্ত লেখনিতে গাত্রদাহ সৃষ্টিতে
কাব্য কবিতায় সাজিয়ে দাও রণক্ষেত্র রণকৌশলে
দূর্বার অান্দোলনের গতি সঞ্ছালনে।
চামড়া ছুলে ফেলো বাতিলের জিছিম থেকে
শাণিত করো কলমকে এ সংগ্রামে।
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন