নারী তুমি পর্দায়
লিখেছেন লিখেছেন বাজলবী ১৫ মার্চ, ২০১৫, ১২:৪১:১০ রাত
নারী তুমি পর্দায় থেকে
চালাতে পার গাড়ী,
পড়া শুনায় ইন্জিনিয়ার হয়ে
বানাতে পার বাড়ী।
নারী তুমি পর্দায় থেকে
করতে পার অফিস,
রাস্তায় চলা ফেরায়
বখাটেরা দিবে না শিস।
নারী তুমি পর্দায় থেকে
হতে পার ডাক্তার,
রোগীর সেবা দিয়ে
পাবে ভালবাসা সবার।
নারী তুমি পর্দায় থেকে
হতে পার কবি সাহিত্যিক,
পাঠকেরা শিখতে পারবে
জীবন গঠনের দিক।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফরা লিখেছেন : Fantastic !Fantastic! ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন