প্রসঙ্গ : সানি লিয়ন
লিখেছেন লিখেছেন আবদুস সবুর ১৯ আগস্ট, ২০১৫, ১১:১৮:২০ রাত
“দেশে আসছে সানি লিওন”
হ্যা একটা সংবাদ বটে। নামি দামি একজন বেশ্যা আসছে আমাদের দেশে। সংবাদমধ্যমগুলো এই সম্পর্কিত পরিবেশিত খবর দেখলে মনে হচ্ছে “এবার ধন্য হয়ে যাবে বাংলাদেশ নামের এই ছোট, গরিব রাষ্ট্রটি”।
এই যে আজ এক বেশ্যা আসছে, কাল আরেক বেশ্যা আসবে। আমাদের কাছে বিষয়গুলো খুব সাধারন হয়ে গেছে। এই সাধারন হওয়ার ক্রিয়াটা কিন্তু একদিনের নয়। আস্তে আস্তে আমাদের এই মানসিকতা করা হয়েছে। টিভি চ্যানেলগুলোর সুড়সুড়ে দেয়া বিজ্ঞাপন ও মুভি, সংবাদপত্রের বিনোদন পাতার খোলামেলা চিত্র, যেখানে সেখানে বাংলা-ইংরেজি ছবির “….দেখানো পোষ্টার”, বিলবোর্ড গুলোতে নারীদের পোষাক স্বাধানতার অবাধ বিচরন ইত্যাদির মা্ধ্যমে আমাদের মানসিকভাবে আমাদের উলঙ্গ করে ফেলা হয়েছে, অর্থাৎ এই সকল উলঙ্গপনা আমাদের সয়ে গেছে।রক্ত থেকে ওমর-সালাউদ্দিন আইউবির বীজ বের করে দেয়ার খেলায় অপর পক্ষ খুবই সফল . . .
কিন্তু আর কতদিন নারীদের উলঙ্গ করে পদর্শন করা ? এইভাবে নারীদের উলঙ্গ করে, তাদের বিনোদনের মাধ্যম বানিয়ে এই সকল অনৈসলামিক, অসামাজিক ভ্রষ্টাচার চালু থাকবে ?
হ্যা আপনাকেই বলছি, আপনি পারেন এই উলঙ্গপনা থেকে, নারী অধিকারের নামে নারীকে হাত দিয়ে, চোখ দিয়ে, মন দিয়ে, সর্বপরি সকল প্রকার ধর্ষন থেকে রক্ষা করতে …
এই কথা চিন্তা করাও ভুল হবে যে, এ তো আমার কাজ নয় বা সমাজে কি এই কাজ করার মত আর কোন লোক নেই ?! . . . মনে রাখবেন আপনাকে আপনার কাজের সম্পর্কে পরকালে জিজ্ঞাসা করা হবে, অন্যের কাজের জন্য নয়। আপনার পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু করুন, যার যতটুকু করা সম্ভব ততটুকু করুন। ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হয়ে যাবে . . .
তখন সানি লিওনের মত বেশ্যারাও এ দেশে এসে ইসলামের আলোয় আলোকিত হবে . . .
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর অনলাইনে আপনারা সবাই আগুণ জ্বালিয়ে দিলেও কোন লাভ নায় যদি না কেউ রাজপথ আগুণ করে।
মন্তব্য করতে লগইন করুন