শহীদ জিয়ার বহুদলীয় গনতন্ত্রের কারনেই আওয়ামী লীগের পূনর্জন্ম হয়েছে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ আগস্ট, ২০১৫, ১০:৪৬:৪৪ রাত



চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব তের মিনিটের সংসদে গনতন্ত্রকে গলাটিপে হত্যা, সংবাদপত্রের স্বাধীনতা হরন, বাক-ব্যাক্তি স্বাধীনতা নসাত করেছে ।

স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন সম্ভব হতো না।

পাকিস্থানী হায়েনাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ মাতৃকার জন্য স্বাধীনতার ঘোষনা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। ইতিহাসের নায়ক পালিয়ে আত্মসর্মপন করেনা বরং যুদ্ধ করে বিজয়ী হয়।

শহীদ জিয়া সেই সাহসী কাজ করে বাংলাদেশের স্বাধীনতার বিজয় ছিনিয়ে এনেছে।

শহীদ জিয়া পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার ও তলাবিহীন ঝুড়ির অর্থনীতিকে সমৃদ্ধ করে আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।

শেখ হাসিনা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাকশালকে কবর দিয়েছে। কেননা শেখ মুজিব বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল করেছেন আর শহীদ জিয়ার কারনেই আওয়ামী লীগের পূনর্জন্ম হয়েছে। কাজেই শেখ মুজিবের চেতনা গনতন্ত্র নয় বাকশালী একনায়কতন্ত্র।

দেশের বর্তমান ক্রান্তিকালে শহীদ জিয়ার দেশপ্রেমের চেতনায় জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যোবোধে বিশ্বাসী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বেগবান করতে হবে।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে শহীদ জিয়া চেতনার আলোকবর্তিকা। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে নানা কর্মসুচী নিয়েছিলেন। তাই শ্রমজীবি মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান চির স্মরনীয় হয়ে থাকবে।

বিষয়: বিবিধ

৮৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337015
২০ আগস্ট ২০১৫ রাত ০১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গনতন্ত্র আওয়ামী লীগ বিশ্বাস করেনাহ্! একক অভিসার তাদের প্রিয় সবসময়।
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:২১
278752
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
337026
২০ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সত্য লেখা গুলোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:২২
278753
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম
আপনাকে অনেক ধন্যবাদ
337030
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৬
শেখের পোলা লিখেছেন : যার কারণে রামের মা,আওয়ামী লীগ তারেই তুমি চিনলেনা৷
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:২২
278754
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
337037
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৬
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:২২
278755
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
337091
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৭
হতভাগা লিখেছেন : জিয়া জিয়ারে জিয়ারে
জিয়া জিয়ারে জিয়ারে
জিয়া জিয়ারে জিয়ারে
জিয়া হো.......ওওওওওওও
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৯
278778
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : =Happy =Happy =Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File