গল্প: যুবক পুরুষ (পর্ব এক)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ আগস্ট, ২০১৫, ১০:৩৪:৫৪ রাত



পয়লা দিনই ওর চাকরীটা নট করে দিতাম।যদি চাকরী নট আর ইয়েস করার ক্ষমতা আমার হাতে থাকতো। তবে রাগে, দুঃখে, ক্ষোভে আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমার খুব বেশি রাগ হলে হাতের কাছে যা পাই তা ছুড়ে মারি। জিনিষটা ভেংগে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লে আমি সে দিকে তাকিয়ে থাকি , আমার রাগ দমিত হয়। আর হাতের কাছে কিছু না পেলে চোখ দিয়ে পানি আসে। আমি আড়ালে গিয়ে কেঁদে চোখের পানির সাথে সবটুকুন রাগ ভাসিয়ে দিয়ে আসি। মানুষের সামনে তো আর কাঁদা যায়না। লজ্জা হয়। সেদিনও আমি তাই করেছি। যখন বুঝতে পারছি আমার চোখ দিয়ে রাগ ঝরতে শুরু করেছে আমি বাথরুমে ঢুকে রাগ ঝেড়ে ফেলে চোখ-মুখ ধুয়ে তবেই ফিরেছি। ওখানে হাতের কাছে কিছু থাকলেও ছুড়ে মারিনা। ওটা কাজের যায়গা। এটা সেটা যখন তখন ছুড়ে মেরে ভেংগে দিলে আমার চাকরীটাও যে ভেংগে যাবে সেটা বুঝার মত বয়স আমি পেরিয়েছি। তাই সাবধান।

একটা কে এফ সিতে আমরা চাকরী করি। বিশাল ফাস্ট ফুডের দোকান। বিশ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে বাইশজন যুবক যুবতী দুই পর্বে কাজ করি। অবশ্য একজন চল্লিশোর্ধ মানুষ আছেন যিনি কে এফ সির পরিচালক। কাজের যায়গায় কার কি কাজ, আর কার কত বেতন সেটা নিয়ে কারো মাথা ব্যাথা নেই। সকলেই বন্ধু, সহকর্মী, সহযোদ্ধা। একে অপরের পরিপুরক হিসাবে কাজ করি। তাই কাজের অবসরে সকলে মিলে আড্ডা মারতে মোটেই কার্পন্য করিনা।

সেদিন মাত্র যুবকটি চাকরীতে যোগ দিয়েছে। সকলের সাথে হাত মেলালো, শুধু বেচে বেচে মেয়েদের ছাড়া। মেয়েদের কাছে এলে একটা সুন্দর হাসি দিয়ে হ্যালো বলে সম্ভাসন জানিয়েই সরে পড়ে। সে যে মেয়েদের সাথে হাত মেলাবেনা এটা যেন অন্য মেয়েরা জানতো। তাই তারা হাত বাড়ানোর ইশপিশ করে কান্তি দিয়েছে। আমি শুধু বোকারমত করে লম্বা একটা হাত বাড়িয়ে দিয়েছি। ও অত্যন্ত বিনয়ের সাথে বললো, আমি মেয়েদের সাথে হাত মিলাই না। আমার মাথায় যেন বাঁজ পড়লো। কি বলে মানুষটা । বয়স কত হবে ? বড়জোড় পঁচিশ। এই বয়সের যুবকেরা মেয়েদের সাথে হাত মেলানোর জন্য পারলে একসাথে দু'হাত বাড়িয়ে দেয়। আর সে বলে হাত মেলায় না !

আমার নাম সিনথিয়া । আমি খ্রীস্টান । তবে ধর্মকর্ম খুব একটা মেনে চলিনা। আমার বয়স মাত্র একুশ। আমার গায়ের রবং ফর্সা, যা সচরাচর আমাদের দেশের মানুষের হয়ে থাকে। চেহারা-সুরতে আমি অবশ্যই অন্য মেয়েদের ইর্ষা করার মত সুন্দরী। অনেকেই মনে করে এই দেশে বুঝি কে সুন্দরী আর কে অসুন্দরী তা নিয়ে কেও ভাবেনা। আমি এটা মানিনা । যদি কেও না ভাবতো তবে সকলেই সাজুগুজু করে অন্য পুরুষের সামনে নিজকে উপস্হাপনের চেষ্টা করতো না। সকলেই নিজেকে সুন্দরী করে ফুটিয়ে তুলতে চায়। আর মেয়েদের মনের গহীনে সুন্দরের ইর্ষাটা জন্মগত ভাবে লুকিয়ে আছে। আমিও আমার থেকে বেশি সুন্দরী কাওকে দেখলে ইর্ষা করি। তবে আমি যে সুন্দরী তা নিয়ে আমার একটা গর্বও আছে। তাই সব যুবকই আমাকে চাইবে, আমার সাথে হাত মেলানোর চেষ্টা করবে, আমার শরীরের ঘ্রান নেবে, আমার রুপ-যৌবন পিয়ে তার তৃষ্ণা মেটাবে, এই বিশ্বাস আমার অনেক দিনের।

শুধু যে বিশ্বাস,তা নয়। বাস্তবতাও আমি নিরিখ করেছি। যুবকেরা আমার মোবাইল নাম্বার চায়, আমার সাথে কথা বলতে চায়, আমাকে নিয়ে একসাথে বসে রেস্টুরেন্টে খেতে চায়, আমার নরম তুলতুলে হাতে তার হাতখানা রাখতে চায়, প্রয়োজনে- অপ্রয়োজনে গায়ের সাথে ঠেসে দাড়িয়ে কথা বলে আর ভেতরে ভেতরে তার মনের ক্ষুধা মেটাতে চায়, এটা তো আমি হরহামেশা দেখি। শুধু আমি না। সকলেই এরকম করছে। এই দেশে এটা দোষের নয়। বরঞ্চ এটা না করলে তাই হবে দোষের, লজ্জার। আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, টিটকারি দেবে। পরবর্তীতে আপনার সাথে কেও মিশতে চাইবে না। কাজের যায়গায় আমরা সকলেই এরকম। কাজের যায়গায় যে কয়জন যুবক আছে তাদের সকলেই আমার সংগটাকে উপভোগ করে। সকলেই আমার সংগ চায়।

শুধু ব্যাতিক্রম হলো সেদিন। (চলবে)

বিষয়: সাহিত্য

১৫৯৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336990
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:৪৯
আবু জান্নাত লিখেছেন : দারুন লেগেছে, লিখতে থাকুন
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৪
278923
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
337001
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৫
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : দারুন
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৪
278924
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
337002
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : দারুন লেগেছে, লিখতে থাকুন
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৫
278925
প্যারিস থেকে আমি লিখেছেন : তাদেরকে দেয়া জবাব আপনার জন্য।
337020
২০ আগস্ট ২০১৫ রাত ০২:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আগামী পর্বের অপেক্ষায়
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৫
278926
প্যারিস থেকে আমি লিখেছেন : শীঘ্রই।
337025
২০ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আগামী পর্বের অপেক্ষা.......।
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৬
278927
প্যারিস থেকে আমি লিখেছেন : খুব তাড়াতাড়ি দেব ইনশা আল্লাহ।
337041
২০ আগস্ট ২০১৫ সকাল ০৬:০২
নাবিক লিখেছেন : ১ম পর্ব পড়ে মনে হচ্ছে গল্পটা বেশ ইন্টারেসটিং হবে, অপেক্ষায় আছি..
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৭
278928
প্যারিস থেকে আমি লিখেছেন : হা, আমারও বিশ্বাস সকলের ভালো লাগবে।
337081
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৭
278929
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
337092
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৯
হতভাগা লিখেছেন : বোঝাই যাচ্ছে যে যুবক পুরুষটা আপনি এবং এও টের পাওয়া যাচ্ছে যে সামনের পর্বগুলোতে আমরা জানতে পারবো কিভাবে সবার কাছে আরাধ্য এই সুন্দরী মেয়েটি আপনাকে আকর্ষন করার জন্য কি কি চেষ্টা চালিয়েছে ।

শিবিরের পোলাপানদের প্রতি সুন্দরী , অহংকারী মেয়েদের একটা চরম কৌতুহল থাকে , এই কৌতুহল দেশ ছেড়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে ।
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৮
278930
প্যারিস থেকে আমি লিখেছেন : কোনো অবস্তায়ই সেই যুবক আমি নই। তবে আমাদের সমাজের কেও।
337176
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
শেখের পোলা লিখেছেন : চলুক। ভাল হবে আশা করি৷
সংশোধনি;-ক্ষুভে নয় ক্ষোভে হবে, দুষ নয় দোষ হবে৷ অযাচিৎ উপদেশের জন্য স্যরি৷
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:০৩
278858
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ জনাব। এখনই সংশোধন করে নিচ্ছি। আপনার অযাচিত(?) উপদেশ সবসময় কামনা করি।
১০
337191
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:২৫
আফরা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : দারুন লেগেছে, লিখতে থাকুন ।ধন্যবাদ ভাইয়া ।
২০ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৫
278865
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার কোনো বক্তব্য নেই?
১১
337223
২১ আগস্ট ২০১৫ রাত ১২:৩৭
সিটিজি৪বিডি লিখেছেন : চলতে থাকুক।
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:১০
278931
প্যারিস থেকে আমি লিখেছেন : এতটুকুই ! ধন্যবাদ।
১২
337246
২১ আগস্ট ২০১৫ রাত ০৪:০৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর লিখা, ভালো লাগলো চালিয়ে যান, ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩২
278975
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া........সালাম।চালিয়ে যাচ্ছি এবং আজ ২য় পর্ব পোস্ট করেছি। আশা করি এই পর্বও ভালো লাগবে।
১৩
337316
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আত্নজীবনী লিখছেন নাকি? শুরুটা ফাটাফাটি...!! ধন্যবাদ
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১২
278997
প্যারিস থেকে আমি লিখেছেন : না ভাই, এটা আমার জীবনি নয় । একটা গল্প মাত্র।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File