মোদীর সাথে সংলাপ
লিখেছেন লিখেছেন গুমড়া ২১ মে, ২০১৪, ১০:১৬:৫৬ রাত
দাদা আমি কিন্তু আপনার মত হিন্দুত্ববাদে বিশ্বাসী।
ধুর পাগলি তুইনা মুসলমান?
ও তো নামে দাদা।
কিন্তু তুই তো ফজর পইড়া কোরানও পড়োস শুনেছি।
আরে দাদা সব লোক দেখানো। ঐ সব না কইলে তো জনগণ আমারে বিশ্বাস করবে না।
যাই কোস, আমার সামনে যদি স্বরসতী আর মা'লক্ষীরে পূজাও করোস তাও আমি বিশ্বাস করি না।
কেন দাদা, দেখছেন না আমি সকল জায়গায় ঐ মুসলমানদের বাদ দিয়ে হিন্দুদের বসাইছি, যাতে ২০ বছরের মধ্যে আমরা হিন্দুত্ববাদী হতে পারি।
যাই কোস, তোর নাম তো মুসলমানী, ঐডা না পাল্টানো পর্যন্ত তোরে আমার বিশ্বাস নাই। দেখছোস না ঐ যে শাবানা আযমী, নাস্তিক, তারপরও নামের গন্ধে অরে হিন্দু পাড়ায় ফ্লাট কিনতে দেই নাই।
দাদা, খালি একটু সাহায্য করেন, মাত্র ক বছর। নাম পাল্টায়ে ফেলবো।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
মাত্র ক বছর? সিরিয়ালতো নারায়নগঞ্জ থাইকা ফেনি গেছে, তারপর ...
মন্তব্য করতে লগইন করুন