কারো সাথে সম্পর্ক চাই না।

লিখেছেন লিখেছেন গুমড়া ১৮ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪২:৩২ রাত

গণজাগরন মঞ্চ মূলত শেখ হাসিনার একটা হাতিয়ার। তাদের কথা ও দাবীকে শেখ হাসিনা জনগণের দাবী হিসেবে বিশ্বের দরবারে উপস্থিত করার একটা পথ।

শেখ হাসিনা যা চান সেই বিষয়টা গণজাগরনকে দিয়েই তিনি বলান। এবং সেটাই তিনি বিচারালয় এবং সংসদকে দিয়ে পাশ করান।

গণজাগরণ পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলেছে, এটাই শেখ হাসিনার চাওয়া। শেখ হাসিনা আমেরিকা, ইউরোপ, চীন জাপান কারো সাথে সম্পর্ক চান না।

কারণটা এমন হতে পারে, বাংলাদেশ ভারতের স্ত্রী নয়, বরং রক্ষিতা হিসেবে থাকবে।

স্ত্রী মানে ভারতের প্রদেশ। সেটা কখনো সম্ভব নয়। তাই ভারতের রক্ষিতা হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে রাখতে চান। রক্ষিতাকে নির্মমভাবে শোষণ করা হয়, যখন আর যৌবন থাকে না, তখন প্রেমিক কেটে পড়ে। মুসলিম জাতিকে এই পর্যায়ে দেখতে চাওয়া চরম মুসলিম বিদ্বেষীই কেবল পারে।

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File