পোস্টটি রাজনৈতিক নয় মানবিক!
লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ২১ জানুয়ারি, ২০১৫, ০৯:৫১:০৬ রাত
আমরা খুবই আবেগি,,,,,,,,,,,,,
কারো দু:খ দেখলে দুখি হই যত সহজে ঠিক,
ততটা সহজে কিন্তু সাহায্যের হাত বাড়ে না তাও ঠিক!
দেশের এমন উত্তাল অবস্তা আর লাগামহীন দ্রব্যমূল্যের জন্য যেখানে মধ্যবিত্ত বলেন আর স্বল্প আয়ের মানুষ বলেন
অসহনীয় হিমশিম খাচ্চে চলতে,
সেখানে এই অসহায় হতদরিদ্র রাস্তার পাসের মানুষের কতা একটু চিন্তা করেন!
কেমন আছে ওরা?
ওদের কি বাচার জন্য খেতে হয় না?
ওদের কি টাকার প্রয়োজন পড়ে না?
এই দরিদ্র মানুষ গোলার জিবিকা উপাজনের পথ যেখানে একমাত্র ভিক্ষা,
দেশের এমন অবস্তার জন্য আজ সেটাও তাদের বন্ধ!
রাজনৈতিক যাঁতাকলে যেমন পিষ্ট হচ্চে সাধারন মানুষ,
ঠিক তার চেয়ে দিগুণ বেশি পিষ্ট হচ্চে এই রাস্তার পাশের লোকগুলো!
রাস্তায় ওদের দেখলে না দেখার ভান করে এড়িয়ে যাবেন না!
যতটুকু সম্ভব হয় এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
এরা বড়ই অসহায়,
এদের কোথাও যাওয়ার জায়গা নেই!
মনে রাখবেন আপনার একটু সাহায্যই ওদের পেটের ক্ষুদা নিবারণের একমাত্র পথ,,,,,,,,।!!
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
অসহায় ও দুর্বলদের সাহায্য করা ইসলামেরই শিক্ষা।
মন্তব্য করতে লগইন করুন