ভারতে ৩ মুসলিম যুবককে পুড়িয়ে হত্যা

লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ২১ জানুয়ারি, ২০১৫, ০৯:৩১:১৯ রাত

ভারতের বিহার রাজ্যের মুজফফরপুরে হিন্দু ও মুসলিম গ্রামবাসীদের মধ্যে সহিংসতা ও সংঘাতের পর ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে।



একটি হিন্দু যুবকের মৃত্যুর বদলা নিতে মুসলিমদের গ্রামে অগ্নিসংযোগ ও তিনজন যুবককে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ ওঠার পর পুলিশ এ পর্যন্ত মোট ১৪জনকে গ্রেফতার করেছে।

এই ঘটনার সূত্রপাত গত সপ্তাহে, যখন মুজফফরপুরের একটি গ্রাম থেকে একজন হিন্দু যুবক বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। সে একটি মুসলিম মেয়েকে ভালবাসত বলে তার গ্রামবাসীরা জানাচ্ছেন এবং তাদের সন্দেহ ওই মেয়েটির পরিবারের লোকজন বা তাদের ঘনিষ্ঠরাই ওই ছেলেটিকে অপহরণ করেছিল। শনিবার রাতে তার মৃতদেহ উদ্ধার হয় পাশের একটি গ্রাম থেকেই।

ওই যুবকের মৃত্যুর বদলা নিতে রোববার হিন্দুরা মুসলিম এলাকায় গিয়ে অজিতপুর গ্রামে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। যাতে জীবন্ত পুড়ে মারা যান তিনজন মুসলিম যুবক।

এর পর থেকেই এলাকায় তুমুল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে, মুম্বই সফর কাঁটছাট করে দ্রুত পরিস্থিতি সরেজমিনে দেখতে ফিরে এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী জিতনরাম মানঝি। জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার পটভূমিতে প্রশাসন সতর্কাবস্থায় আছে। এই ঘটনায় দ্রুত বিচারের ব্যবস্থা করে দোষীদের কঠোর সাজা দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন।

বিহার সরকার নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বলেও ঘোষণা করেছে।

সূত্র:বিবিসি ও আমারদেশ

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301157
২১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৯
shaidur rahman siddik লিখেছেন : মালুদের আর কাজ কি.... আর সব কিছুতেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে.. খুব কষ্ট লাগলো!!!!
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৭
243734
রাজ্পুত্র লিখেছেন : ভারতে চিরদিনই মুসলমানরা নির্যাতিত হয়। কিন্তু ভারতীয় মুসলমানদের অভিযোগ বা অভিমান করার কোন জায়গা নেই একমাত্র মহান আল্লাহ ছাড়া। মহান আল্লাহ পৃথিবীর সকল মুসলমানকে (যারা ইসলামকে ভালবাসেন) হেফাজত করুন।
301185
২২ জানুয়ারি ২০১৫ রাত ০১:১৩
সজল আহমেদ লিখেছেন : ওহ্ !ভারতে শুধু দাঙ্গা আর দাঙ্গা !আল্লাহ্ আর কত সহ্য করবা ?
দোষ দেখছি দুগ্রুপেরই আছে ।
তবে হিন্দুরা যেই লাভ জিহাদ লাভ জিহাদ বলে চিল্লাতো সেই লাভ জিহাদ তো এই ছাগুপালরাই এখন শুরু করছে ।মুখ্যমন্ত্রী বেয়াদপটা এখন লাভ জিহাদের প্রসঙ্গ উঠায়না কেন?
এই ৩জনের মৃত্যুর হিসেব কড়ায় গণ্ডায় দিতে হবে হিন্দু জানোয়ার গুলোর
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:২৮
243736
রাজ্পুত্র লিখেছেন : ভারতে নিয়মিত মুসলমান হত্যা ও দাঙ্গা প্রমান করে তারা সভ্য জাতি নয়।
301198
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১৩
sarkar লিখেছেন : আজ কোথায় তাবৎ দুনিয়ার মানবাধিকার ক্যাবসায়ী রা।মুসলমান রা মারল জঙ্গী হয়।মালাউন রা মারলে কি হয়???
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৭
243740
রাজ্পুত্র লিখেছেন : বুদ্ধি প্রতিবন্ধী মানবতা ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তারা এখন ফ্রান্স ইস্যূতে মুসলমানদের বিরুদ্ধে তথাকথিত মানবতার যুদ্ধ চালাচ্ছে।
301208
২২ জানুয়ারি ২০১৫ সকাল ০৭:৫৯
কাহাফ লিখেছেন :
মানবাধিকারের ধ্বজাধারীরা এখন মুখে কুলুপ এটে বসে থাকবে!
মুসলিমদের তো আর মানবাধিকার থাকতে পারে না!
শত ধিক এই সব স্বার্থবাদী মুখোশধারীদের!!
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৯
243742
রাজ্পুত্র লিখেছেন : স্বার্থবাদী মুখোশধারীরা ধ্বংস হোক।
301225
২২ জানুয়ারি ২০১৫ সকাল ১১:১৭
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : মানবাধিকারের ফেরিওয়ালারা এখন কোথায় ?
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৫
243685
আলআমিন লিখেছেন : মানবাধিকার ব্যবসায়ী
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪০
243743
রাজ্পুত্র লিখেছেন : ঐসব নিকৃষ্ট বুদ্ধি প্রতিবন্ধী মানবতা ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তারা এখন ফ্রান্স ইস্যূতে মুসলমানদের বিরুদ্ধে তথাকথিত মানবতার যুদ্ধ চালাচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File