মেয়েটা যে রূপবতী, এটা নিয়ে কারো দ্বিমত নেই

লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ১৬ জুলাই, ২০১৪, ১১:৩৭:০৭ সকাল

মেয়েটা যে রূপবতী, এটা নিয়ে কারো দ্বিমত নেই। দেশের নামকরা ভার্সিটিতে হিস্ট্রিতে অনার্স করছে সে। থার্ড ইয়ার।

সুন্দরী প্রতিযোগিতায় অংশ

নিয়ে রূপের চমক দেখিয়ে সবাইকে পেছনে ফেলে প্রথমও হয়ে গেল সে! সেই সুবাধে মিডিয়ায় ছড়িয়ে পড়লো তার সুনাম!

কয়েকটা নাটক-সিনেমায় অভিনয়ও করে ফেললো! অবশ্য অভিনয়ে চান্স পাওয়ার জন্য তার সুন্দর শরীরটাকে কয়েকটা পশুর ভোগবস্তু বানাতে হল।

কিন্তু তবুও সে হ্যাপি! তার বিশ্বাস এই শরীরটা কিছুদিনের মধ্যেই তাকে বিখ্যাত করে তুলবে!

কিন্তু, তার কপাল খারাপ! এ সেদিন রাতে বাসায় ফেরার পথে আত্তায়ীর হাতে খুন হলো সে!

বাবা-মা ও আত্নীয় স্বজনদের চোখের পানি ঝরিয়ে মাটির নিচে জায়গা হলো তার।

তিনদিন পর তদন্তের স্বার্থে তার লাশটা কবর থেকে উঠানো হল। কিন্তু একি! তার লাশটা উঠানোর পর উপস্থিত কয়েকজন বমি করে দিলো! এমনকি তার জন্মদাতা মা-বাবাও লাশের দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিলো! যে আবেদনময়ী শরীরটা দেখার জন্য হাজার হাজার চোখ পলকহীন চেয়ে থাকতো, সেই শরীরটার একি অবস্থা! অথচ এই শরীরটার জন্যই সে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখতো! তাই বুঝি তার বিখ্যাত শরীরটা সবাইকে দুর্গন্ধ বিলিয়ে শেষ বিদায় জানালো!

(সত্য ঘটনা অবলম্বনে লিখিত) গল্পটি 'তথাকথিত ' সকল আধুনিক মেয়েকে উৎসর্গ করা হলো।

বিষয়: বিবিধ

১৫৩২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245179
১৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : এই দুনিয়া ফান হবে কিছুই রবে না। Sad Sad Sad
245180
১৬ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৯
আবু নাইম লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
245187
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:০২
আহমদ মুসা লিখেছেন : অবশ্য অভিনয়ে চান্স পাওয়ার জন্য তার সুন্দর শরীরটাকে কয়েকটা পশুর ভোগবস্তু বানাতে হল।
এখানে যারা তার দেহ ভোগ করেছে তাদেরকে পশু বলা হচ্ছে, কিন্তু যিনি অপরকে দেহ বিলিয়ে নিজেও পশুত্বের পর্যায়ে চলে গেলেন তার অপরাধকে বিবেচনায় নেয়া হচ্ছে না।
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪১
190450
আবু জান্নাত লিখেছেন : ঠিক বলেছেন, ভালো লাগলো।
245188
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৬
পারভেজ লিখেছেন : নিজের শরীর প্রদর্শন বা বিক্রি করে হলেও এরা স্টার হতে চায়। কি মন মানুষিকতা এদের!
আর আপনি পশু বলতে নিশ্চয় পুরুষ মানুষদের বুঝিয়ছেন? এর প্রেক্ষিতে আমি বলল যেখানে এ রূপবতী নিজেকে স্ব-ইচ্ছায় বিলিয়ে দিচ্ছে সেখানে যে ভোগ করল তার দোষ কোথায়?
245194
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৬
পারভেজ লিখেছেন : গরীবেরবন্ধু - আপনি কই গেলেন???
245196
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৯
হতভাগা লিখেছেন : ''অবশ্য অভিনয়ে চান্স পাওয়ার জন্য তার সুন্দর শরীরটাকে কয়েকটা পশুর ভোগবস্তু বানাতে হল।''

০ কোন কোন পশুর কাছে সে নিজেকে সঁপেছে ? দুই একটার নাম বলেন ।

মানুষ হয়ে সে পশুর কাছে কেন সে নিজেকে সঁপেছে ? নাকি মানুষদের টেস্ট করা শেষ হয়ে গেছে তার , এখন নতুন স্বাদের সন্ধানে সে নেমেছিলো?

নারী যদি একটা কাশিও দেয় তাহলেও সেটা পুরুষের দোষ - অবস্থা এখন এমন পর্যায়ে গিয়ে পৌছেছে ।
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:২২
190444
পারভেজ লিখেছেন : যথার্থই বলেছেন।
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪২
190452
আবু জান্নাত লিখেছেন : ১০০%
245204
১৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৪
আবু জান্নাত লিখেছেন : ইস! আধুনিক/আধুনিকারা যদি এর বাস্তবতা উপলদ্ধি করে শিক্ষা গ্রহন করতো !!
258680
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:৪৯
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File