মাত্র_১২৮২‬জন সৎ মানুষ দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব !!

লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ২৩ ডিসেম্বর, ২০১৪, ১২:২৯:২৩ রাত

‪ মাত্র_১২৮২‬জন সৎ মানুষ দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব !!

[ক] জেলা প্রশাসক ৬৪ জন ;

[খ] জেলা পুলিশ সুপার ৬৪ জন ;

[গ] উপজেলা নির্বাহী অফিসার ৪৮৩ জন ;

[ঘ] ভারপ্রাপ্ত থানা কর্মকর্তা ৫০০ জন ;

[ঙ] বাংলাদেশ সরকারী কমকমিশন ১ জন ;

[চ] নির্বাচন কমিশনার ৩ জন ;

[ছ] বাংলাদেশ বাংকের গভর্নর ১ জন ; [জ] প্রধান মন্ত্রীসহ স্বরাষ্ট্র,

পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, তথ্য, স্থানীয় সরকার মন্ত্রী ৭ জন ;

[ঝ] প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেল ২ জন ;

[ঞ] সংসদ সদস্য ১৫১ জন ;

[ট] মহা হিসাব নিরক্ষক ১ জন ;

[ঠ] সেনাবাহিনী প্রধানসহ জি.ও.সি লেবেলের ৫ জন ;

—————— = ১২৮২ জন

>>প্রশ্ন হলো, এই সৎ মানুষ কোথায়

পাওয়া যাবে ??

স্বাধীনতার পর থেকে অদ্যবধি এর

নজির আমরা দেখতে পাই না ! যারাই

জনগনের কাছে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আরোহন করেছেন, তারাই জনগনের

সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অবাধ লুটতরাজ করে সম্পদের

পাহাড় বানিয়েছে, এই বিষয়ে দ্বিমত করার লোক খুব একটি পাওয়া যাবেনা।

তবে বাংলাদেশের শাসন

ক্ষমতায় অংশগ্রহন করে কথিত

ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী রাজাকার নামে পরিচিত জামায়াতে ইসলামীর

দুই ব্যক্তি মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

দুইটি মন্ত্রনালয়ের দায়িত্ব

পালন করেছিলেন, তাদের মন্ত্রীত্ব শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত

তাদের বিরুদ্ধে দূর্নীতির কোন প্রমান

পাওয়া যায়নি...

এই দৃষ্টিকোন থেকে জামায়াত-

শিবিরের ১২৮২ জন লোক

দ্বারা পরীক্ষামূলকভাবে৫

টি বছর শাসন ক্ষমতার দায়িত্ব

দিলে বর্তমানে দেশে যে পরিমান

দুর্নীতি হয় তার ৭৫% দুর্নীতি কমে যাবে বলে আমার

বিশ্বাস...

আপনারা কি বলেন???

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296586
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৩
udash kobi লিখেছেন : মন্তব্য নিষ্প্রয়োজন।
দেয়ালেরও শ্রবণশক্তি আছে...
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৫৫
240088
তহুরা লিখেছেন :
296594
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৪৬
শেখের পোলা লিখেছেন : একদিন সেটাই হবে৷ তখন থেকেই শুরু হবে সত্যিকার উন্নয়ন৷ তার আগে নাস্তিক মুশরিক গুলোকে আল্লাহ হেদায়েত দিক৷
আর একজন পারে যদি তিনি সৎ সেনাপ্রধান হন৷ এর নজির আমার দেখা আছে৷
296599
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫৭
নাছির আলী লিখেছেন : মন্তব্য নিষ্প্রয়োজন।
296620
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩১
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : একদিন হবে ই সেই অপেক্ষায় থাকলাম ।
296633
২৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৪
হতভাগা লিখেছেন : শরীরের পচন শুরু হয় মাথা থেকে , মাথা ঠিক থাকলে শরীর আপনা আপনিই ঠিক হয়ে যাবে।
297778
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৫
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : হুম কথায় যুক্তি আছে #হতবাগা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File