অপরাধ না করাটাই বুঝি মহা এক অপরাধ।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ জুন, ২০১৪, ০৪:২৫:৩৯ বিকাল
বাংলাদেশে এখন পাপ না করাটাই একটা বড় পাপ। অপরাধ না করাটাই বুঝি মহা এক অপরাধ। খুনিদের খবর নেই, ধরে ধরে নিরীহ জনগণের শাস্তি নিশ্চিত করছে আওয়ামী কুলাঙ্গাররা। আগামী কাল সুস্মিতা আসবে ভারতের, তাই ভারতের জন্য উপহার তৈরি করে রাখছে আওয়ামীরা।
আর তা হল নিজামীর ফাঁসির রায়............. আহকামুল হাকিমিন যে তাদের জন্য কি ফায়সালা করে রাখছেন তা যদি তারা জানত বা বুঝত!!!!!!!!
হে তরুন হে যুবক হে প্রিয় বাংলার জনতা,
যারা আল্লার পথে চলে কোরানের কথা বলে,
না বুঝে কেন কর তাদের বিরোধিতা।
তারা তো চায় না দুনিয়ার স্বার্থ, চায় না ধন সম্পত্তি,
আল্লার জমিনে আল্লার আইন চায় এই কি তোমার আপত্তি।
নইলে কেন তুমি তাদের সাথে,
অযথা কর শত্রুতা।
মানুষের তৈরি সংবিধানি দেখ মানুষের অধিকার কাড়ছে,
শাসনের নামে শুধু জুলুম আর শোষণে , ঘরে ঘরে হাহাকার বাড়ছে।
মুক্তির একই পথ ইসলামী হুকুমাত,
মুক্তির একই পথ কোরানের হুকুমাত।
এই তো বাস্তবতা।
কোরআন এসেছে মানব জাতির ভাগ্য করতে প্রসন্ন,
ছেড়ে দিয়ে কোরআন সেই জাতি হল আজ, অসহায় নিঃস্ব বিপন্ন।
এখন সময় আছে এসো কোরানের কাছে,
দু'জীবনে পেতে সফলতা।হে তরুন হে যুবক হে প্রিয় বাংলার জনতা,
যারা আল্লার পথে চলে কোরানের কথা বলে,
না বুঝে কেন কর তাদের বিরোধিতা।
তারা তো চায় না দুনিয়ার স্বার্থ, চায় না ধন সম্পত্তি,
আল্লার জমিনে আল্লার আইন চায় এই কি তোমার আপত্তি।
নইলে কেন তুমি তাদের সাথে,
অযথা কর শত্রুতা।
মানুষের তৈরি সংবিধানি দেখ মানুষের অধিকার কাড়ছে,
শাসনের নামে শুধু জুলুম আর শোষণে , ঘরে ঘরে হাহাকার বাড়ছে।
মুক্তির একই পথ ইসলামী হুকুমাত,
মুক্তির একই পথ কোরানের হুকুমাত।
এই তো বাস্তবতা।
কোরআন এসেছে মানব জাতির ভাগ্য করতে প্রসন্ন,
ছেড়ে দিয়ে কোরআন সেই জাতি হল আজ, অসহায় নিঃস্ব বিপন্ন।
এখন সময় আছে এসো কোরানের কাছে,
দু'জীবনে পেতে সফলতা।
একটু আগে আসলাম কাশিমপুর কারাগার থেকে ...........
জালিমদের জুলুমের বুঝি শেষ নেই, আমাদের ২০ জন বোনের লিস্ট টাঙ্গিয়ে রাখছে স্লীপ করার রুমে। বলা হচ্ছে এরা হিজবুতি এরা জঙ্গী। এদের সাথে দেখা করতে হলে দরখাস্ত করা লাগবে। যে দেখা করবে তার ছবি , আই ডি কার্ড ও মোবাইল নাম্বার দেওয়া লাগবে। ১৫ দিনের মধ্যে কেও দেখা করতে পারবে না। ছবি আই ডি কার্ড SB /DB কে দেওয়া হবে। আর ও কত কি?
অথচ অন্য সব মহিলা বন্দিদের সাথে প্রতি দিন তাদের আত্নীয় স্বজন দেখা করতে পারে। কোন টাকা পয়সা দেওয়া লাগে না।
হে আল্লাহ জালিমদের শয়তানী চক্রান্ত নস্যাৎ করে দাও। দ্বীনি ভাই বোনদের হেফাজত কর।
বোনদের রাখা হয়েছে মাধবীলতা নামক ফাঁসির সেলে।
তাও ৩ রুমে ২০ জন..................
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপরাধীদের সাম্রাজ্যে অপরাধ না করাটা মহাঅপরাধ গণ্য হবে- সেটাই তো স্বাভাবিক
((তবে এসব খবরে আমার কিন্তু কষ্ট ও খুশীর মিশ্র অনুভূতি হয়়- পুরস্কারের কথা ভেবে।
যেমন সেদিন মনে হলো- আহ্ আমি যদি আজ রাসেলের জায়গায় হতাম))
এ মন ভাঙ্গা যাবে না!
মন্তব্য করতে লগইন করুন