অপরাধ না করাটাই বুঝি মহা এক অপরাধ।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ জুন, ২০১৪, ০৪:২৫:৩৯ বিকাল



বাংলাদেশে এখন পাপ না করাটাই একটা বড় পাপ। অপরাধ না করাটাই বুঝি মহা এক অপরাধ। খুনিদের খবর নেই, ধরে ধরে নিরীহ জনগণের শাস্তি নিশ্চিত করছে আওয়ামী কুলাঙ্গাররা। আগামী কাল সুস্মিতা আসবে ভারতের, তাই ভারতের জন্য উপহার তৈরি করে রাখছে আওয়ামীরা।

আর তা হল নিজামীর ফাঁসির রায়............. আহকামুল হাকিমিন যে তাদের জন্য কি ফায়সালা করে রাখছেন তা যদি তারা জানত বা বুঝত!!!!!!!!



হে তরুন হে যুবক হে প্রিয় বাংলার জনতা,

যারা আল্লার পথে চলে কোরানের কথা বলে,

না বুঝে কেন কর তাদের বিরোধিতা।

তারা তো চায় না দুনিয়ার স্বার্থ, চায় না ধন সম্পত্তি,

আল্লার জমিনে আল্লার আইন চায় এই কি তোমার আপত্তি।

নইলে কেন তুমি তাদের সাথে,

অযথা কর শত্রুতা।

মানুষের তৈরি সংবিধানি দেখ মানুষের অধিকার কাড়ছে,

শাসনের নামে শুধু জুলুম আর শোষণে , ঘরে ঘরে হাহাকার বাড়ছে।

মুক্তির একই পথ ইসলামী হুকুমাত,

মুক্তির একই পথ কোরানের হুকুমাত।

এই তো বাস্তবতা।

কোরআন এসেছে মানব জাতির ভাগ্য করতে প্রসন্ন,

ছেড়ে দিয়ে কোরআন সেই জাতি হল আজ, অসহায় নিঃস্ব বিপন্ন।

এখন সময় আছে এসো কোরানের কাছে,

দু'জীবনে পেতে সফলতা।হে তরুন হে যুবক হে প্রিয় বাংলার জনতা,

যারা আল্লার পথে চলে কোরানের কথা বলে,

না বুঝে কেন কর তাদের বিরোধিতা।

তারা তো চায় না দুনিয়ার স্বার্থ, চায় না ধন সম্পত্তি,

আল্লার জমিনে আল্লার আইন চায় এই কি তোমার আপত্তি।

নইলে কেন তুমি তাদের সাথে,

অযথা কর শত্রুতা।

মানুষের তৈরি সংবিধানি দেখ মানুষের অধিকার কাড়ছে,

শাসনের নামে শুধু জুলুম আর শোষণে , ঘরে ঘরে হাহাকার বাড়ছে।

মুক্তির একই পথ ইসলামী হুকুমাত,

মুক্তির একই পথ কোরানের হুকুমাত।

এই তো বাস্তবতা।

কোরআন এসেছে মানব জাতির ভাগ্য করতে প্রসন্ন,

ছেড়ে দিয়ে কোরআন সেই জাতি হল আজ, অসহায় নিঃস্ব বিপন্ন।

এখন সময় আছে এসো কোরানের কাছে,

দু'জীবনে পেতে সফলতা।



একটু আগে আসলাম কাশিমপুর কারাগার থেকে ...........

জালিমদের জুলুমের বুঝি শেষ নেই, আমাদের ২০ জন বোনের লিস্ট টাঙ্গিয়ে রাখছে স্লীপ করার রুমে। বলা হচ্ছে এরা হিজবুতি এরা জঙ্গী। এদের সাথে দেখা করতে হলে দরখাস্ত করা লাগবে। যে দেখা করবে তার ছবি , আই ডি কার্ড ও মোবাইল নাম্বার দেওয়া লাগবে। ১৫ দিনের মধ্যে কেও দেখা করতে পারবে না। ছবি আই ডি কার্ড SB /DB কে দেওয়া হবে। আর ও কত কি?

অথচ অন্য সব মহিলা বন্দিদের সাথে প্রতি দিন তাদের আত্নীয় স্বজন দেখা করতে পারে। কোন টাকা পয়সা দেওয়া লাগে না।

হে আল্লাহ জালিমদের শয়তানী চক্রান্ত নস্যাৎ করে দাও। দ্বীনি ভাই বোনদের হেফাজত কর।

বোনদের রাখা হয়েছে মাধবীলতা নামক ফাঁসির সেলে।

তাও ৩ রুমে ২০ জন..................

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237992
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
আফরা লিখেছেন : হে আল্লাহ জালিমদের শয়তানী চক্রান্ত নস্যাৎ করে দাও। দ্বীনি ভাই বোনদের হেফাজত কর। আমীন !

২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
184829
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন, চুম্মা আমিন।
238008
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
মোঃ আবু তাহের লিখেছেন : আল্লাহ অবশ্যই এর প্রতিদান দিবেন। এরপরও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন বোনেদেরকে উত্তম ধৈর্য্য ধরার তাওফীক দান করেন।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
184830
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন।
238011
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : মোঃ আবু তাহের লিখেছেন : আল্লাহ অবশ্যই এর প্রতিদান দিবেন। এরপরও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন বোনেদেরকে উত্তম ধৈর্য্য ধরার তাওফীক দান করেন।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
184831
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন
238048
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আবু সাইফ লিখেছেন :

অপরাধীদের সাম্রাজ্যে অপরাধ না করাটা মহাঅপরাধ গণ্য হবে- সেটাই তো স্বাভাবিক

((তবে এসব খবরে আমার কিন্তু কষ্ট ও খুশীর মিশ্র অনুভূতি হয়়- পুরস্কারের কথা ভেবে।
যেমন সেদিন মনে হলো- আহ্ আমি যদি আজ রাসেলের জায়গায় হতাম))
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
184832
সত্য নির্বাক কেন লিখেছেন : মহান রব সবাইকে হেফাজত করুন
238061
২৩ জুন ২০১৪ রাত ০৮:৩০
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : তো? কি হবে এদের ফাঁসি হলে ? ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে ? হয়তো আমরা আব্দুল কাদের মোল্লা ভাইয়ের মত আরো কিছু অভিভাবক হারাব। হৃদয় কাঁদবে,চোখ আশ্রুশুন্য হবে,ব্যথায় মন ডুকরে কেঁদে উঠবে। রাতের অন্ধকারে মন কেঁদে কেঁদে মহান আল্লাহর নিকট আকুতি জানাবে,এর প্রতিদান চাইবে,তার কিছু প্রতিদানের অংশ এই দুনিয়াতের দেখতে চাইবে। হয়তো দেখব , আবার মহান প্রতিদানের জন্য নাও দেখতে পারি । সবই মহান আল্লহ জানেন। তবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সফথধারী এই দ্বীনী আন্দোলনের সৈনিকরা এদের প্রেরনা নিয়ে আরো বেগবান গতিতে সামনের দিকে এগিয়ে যাবে ইন্সাআল্লহ । দ্বীন বিজয়ী হবে ইন্সাআল্লাহ .।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
184834
সত্য নির্বাক কেন লিখেছেন : ইনশে আল্লাহ । অবশ্যই বিজয়ী হবে।
238101
২৩ জুন ২০১৪ রাত ০৯:৫৯
ভিশু লিখেছেন : ইসলামী আন্দোলনের সম্মানিত এবং ১০০% নিরপরাধ এসব ব্যক্তিত্বদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই!
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
184836
সত্য নির্বাক কেন লিখেছেন :
238120
২৩ জুন ২০১৪ রাত ১০:৪৮
লিখেছেন : বদমাইশের দেশে এর চেয়ে বেশী কিছু আশা করা যায়না। এ জাতির লোকগুলো বড়ই বেইমান। যারা ১৫ই আগষ্ট এর মাধ্যমে জাতিকে মুক্ত করেছিল, তাদের জন্য কোন রাজনৈতিক দল কিংবা মানুষ কথা বলেনি। কাজেই সে দেশের মানুষকে আর একটি ১৫ই আগষ্ট মুক্তি দিতে পারলেও কেন করবে?
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
184837
সত্য নির্বাক কেন লিখেছেন : কদর না পাইলে কদর পাওয়ার উপযুক্ত লোক তৈরি হয় না....
238382
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৫০
কাজি সাকিব লিখেছেন : জেলে ভরে জুলুম করে
এ মন ভাঙ্গা যাবে না!
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
184838
সত্য নির্বাক কেন লিখেছেন : আল্লাকে যারা ভেসেছে ভালো দুঃখ কই আর তাদের থাকতে পারে, হতাশা কই আর তাদের থাকতে পারে??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File