যে বিশ্বাস দেয় মুক্তি.....

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০১ আগস্ট, ২০১৬, ১০:৪৮:২৬ সকাল



হে সাত আসমান, জমীনের মালিক! হে, আদম, ইব্রাহীম, মূসা, ঈসা ও মুহাম্মদের প্রভু; হে, জগতের অধিশ্বর! হে, জীবন ও মৃত্যুর মালিক!

তুমি আমাদের ক্ষমা কর। মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাও। মুখে ও অন্তরে একই কথা গেঁথে দাও-

"হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াক্বীল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।

সমস্যা কোথায়?

আপনি সমস্যায় পড়লে কোথায় যান--সমস্যাটা সেখানে।

ধরুন আপনার কোনো নিকাত্মীয় গ্রেফতার হয়েছে। কী করেন? কাকে ফোন করেন? আওয়ামী লীগের নেতাকে? পুলিশে পরিচিত কাউকে? উঁচু পদের সরকারী আমলাকে?

এক ভদ্রলোকের জবানী শুনুন:

// আমার স্ত্রীকে দ্বিতীয় দিনের জন্য পুলিশ ডেকে পাঠাল। সারাদিন জিজ্ঞাসাবাদ।

ভয় দেখানো। রিমান্ডে নেবে। রিমান্ডে কি কি হয় সেগুলো বলল।

দুপুরে অজানা একটা নম্বর থেকে ফোন এল। স্ত্রী বলল, আজকে আর ছাড়বে না। কোর্টে চালান করে দেবে। সেখানে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

আমার বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে। বাবাকে ছাড়া তাদের চলে, মাকে ছাড়া তো আর চলে না।

আমি দুই রাকাত নামায পড়লাম। সিজদায় বললাম, মা তা নাসরুল্লাহ। হে আল্লাহ আপনার সাহায্য কোথায়? আপনি তো ওয়াদা দিয়েছেন যে আপনার সাহায্য অতি নিকটে। আপনি নিশ্চয় একজন পর্দানশীন নারীকে অপমান করবেন না।

নামায শেষ করেই ফোনের শব্দ। ওকে রিমান্ডে না নিয়েই ছেড়ে দিয়েছে। খালি বলেছে পুলিশকে সাহায্য করতে।//

আপনি কাকে ফোন করবেন? সে কত ক্ষমতাশালী? দেশের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষ প্রধানমন্ত্রী। আপনি ভাবলেন, কাউকে দিয়ে প্রধানমন্ত্রীকে বলানো যায় কিনা। আপনার ভাবনার দৌড় এতটুকুই।

অথচ আপনি আল্লাহকে বলতে পারতেন। ফোনের দরকার নেই। কোনো মাধ্যম দরকার নেই। সিজদায় মুমিন আল্লাহর সবচেয়ে কাছে। সেখানে গিয়ে বলেন, আল্লাহ, সমস্যা দিয়েছেন আপনি; সমাধান-ও করার মালিক আপনি।

আপনি যদি প্রতিদিনের জীবনে আল্লাহর অবাধ্য হন, তাহলে মাফ চান। বলেন, ভুল হয়ে গেছে আল্লাহ। আমি আর করব না। আপনার অবাধ্য হব না। আমাকে বিপদ থেকে উদ্ধার করেন।

আর যদি আপনার আল্লাহর অনুগত বান্দা হন, তাহলে নিশ্চিত থাকেন আল্লাহ জানেন আপনার অবস্থা। আর আল্লাহ তার বান্দাদের কখনই পরিত্যাগ করেন না।

সমস্যা আপনার ঋণ না। আপনার আত্মীয়ের কারাবন্দী না। আপনার মায়ের ক্যান্সার না। আপনার স্ত্রীর ওপর কালো যাদু না। আপনার স্বামীর রুক্ষ ব্যবহার না।

মূল সমস্যা--আপনি সমস্যা সমাধানের জন্য মানুষের কথা ভাবেন, আল্লাহর কথা ভাবেন না।

মানুষ যে আপনার সমস্যা সমাধান করতে পারবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ আপনাকে একের পর এক বিপদ দিচ্ছেন।

সমস্যা এটাই যে আপনি তাও আল্লাহর পথে ফিরে আসছেন না।

আল্লাহর কাছে চাচ্ছেন না।

আল্লাহ একাই সমস্যার সমাধান করতে পারেন এটা বিশ্বাস করছেন না।

আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন, এবং করেন--এই বিশ্বাসটাই আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে।-অপু

বিষয়: বিবিধ

১৮৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375696
০১ আগস্ট ২০১৬ সকাল ১১:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহই একমাত্র সাহাজ্যকারি। অনেক ধন্যবাদ
375822
০৩ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৪৯
শেখের পোলা লিখেছেন : আমাদের শেখানো হয়েছে সকল শক্তি জনগনের। তাই আমরা ফোনে বিশ্বাস করি, আর আল্লাহর থেকে দূরেই চলে যাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File