- আমি হিন্দিতে গান গাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ আগস্ট, ২০১৬, ১১:৩৪:০৮ সকাল
আমি হিন্দিতে গান গাই
আমি আমার আমিকে
হিন্দিতে খোঁজে পাই।
হিন্দিতে গেয়েছে মন্ত্রি ইনু
হিন্দিতে ইউলেব
আমার কি'যে ভালো লেগেছে
চেয়ে থাকি ডেবডেব।
হিন্দির আমার পাশের ভাষা
মাথায় তুলে রাখি
হিন্দি সিরিয়াল মিস হলে আর
ঘুম হয় নাকি।
হিন্দি ছাড়া যায়কি বাঁচা
হিন্দি আমার প্রাণ
হিন্দিতে ঘুমাই, হিন্দিতে চুমাই
হিন্দিতে গাই গান।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন