নীল নবঘন তুমি!!!!

লিখেছেন লিখেছেন পরিচিত ০৭ মে, ২০১৪, ০৭:১৯:৪১ সকাল



তোমার আমার ভালোবাসা রেখো মনে

তোমার ভেতরে ঢুকে দেখেছি তোমায়

ভালবাসা প্রকম্পিত করত আকাশ

কতো কালো রাত কেটে গেছে আমাদের।

মেঘলা দুপুরে বৃষ্টি গায়ে মাখতাম-

মেঘে ঘেরা ভালবাসা,আসবে আমাদের মনে

চিলতে রোদে রোজ সকালে পড়ছে মনে।

তোমায়ে নিয়ে এখন কবিতা লেখা হয় না

আজ তোমার মেঘে রঙধনু আর কুটুম পাখি

তাই ভালবাসা প্রকম্পিত করে না আজ আমায়।

আমি ভুলে গেছি আনন্দরাশি পুরনো সরল হাসি

আমি আমার উপেক্ষার ভাষা,ঘৃণার আক্রোশ

আমার ভালবাসা ঘুরে-ঘুরে একা একা কথা কয়।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218360
০৭ মে ২০১৪ সকাল ০৮:২৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
166606
পরিচিত লিখেছেন : ভালো লাগার অনূভুতি জানিয়ে ঋণী করলেন-- ধন্যবাদ আপনাকে।
218383
০৭ মে ২০১৪ সকাল ০৯:২৬
রেজাউল ইসলাম লিখেছেন : আপনার ভালোবাসা দীর্ঘজীবী হউক.........
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
166607
পরিচিত লিখেছেন : পৃথিবীর সকলের ভালবাসা দীর্ঘজিবী হোক -- আপনাকে ধন্যবাদ।
218386
০৭ মে ২০১৪ সকাল ০৯:৩১
লোকমান লিখেছেন : আপনার ভালোবাসা একা একা নয় বরং অন্য আরো এক জনের সাথে কথা বলুক এই প্রত্যাশা করছি। সুন্দর লিখেছেন আরো লেখা চাই।
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২০
166608
পরিচিত লিখেছেন : ভালবাসার মানুষগুলি এনি হাউ হ্যপি থাকুক এটা সবার কামনা করা উচিত।ধন্যবাদ আপনাকে।
218429
০৭ মে ২০১৪ দুপুর ১২:২১
egypt12 লিখেছেন : একা একা কথা কয়ে জীবন চলে না বিয়ে করে দোকা হয়ে যান Rose
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২২
166610
পরিচিত লিখেছেন : জিবন থেমে থাকে না কনো না কনো ভাবে ধাবমান -- তাই আপনার উপদেশ সময় উপযোগী কবিতার আলোকে-- ধন্যবাদ আপনাকে।
218474
০৭ মে ২০১৪ দুপুর ০১:২৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সবাই দেখি শুধু হারানো যন্ত্রণায় কাতর। কিন্তু আমি যে এখনো পাওয়ার আশায় ব্যাকুল। সুন্দর কবিতা শুভ কামনা রইলো কবির জন্য।
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
166615
পরিচিত লিখেছেন : আপনার নতুনের পাওনায় দেখবেন একদিন হারানোর সুর বাজছে -- আজ যে সুখের দিন কাটাচ্ছেন কাল আগের দিনের সেই সুখের সময় টুকু আপনি শত চেষ্টা করলেও সেই ভাবে ফিরিয়ে আনতে পারবে না-- (সেই অর্থে বুঝিয়েছি)
ধন্যবাদ আপনাকে।
218493
০৭ মে ২০১৪ দুপুর ০১:৪৬
পুস্পিতা লিখেছেন : আজকে দেখি সবাই দুঃখের কবিতা লিখছে!
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
166616
পরিচিত লিখেছেন : সুখ দুঃখের সমন্বয়ে আমাদের জীবন - তাই দুঃখের নায়ে মাঝে মাঝে ভাসতে আমার খারাপ লাগে না ---
ধন্যবাদ আপনাকে ---
218810
০৮ মে ২০১৪ রাত ১২:৫৫
আফরা লিখেছেন : বুঝেছি........ভালবাসা কষ্ট দেয় ।
০৮ মে ২০১৪ রাত ০১:০০
166739
পরিচিত লিখেছেন : ভালবাসা শুধু কষ্ট দেয় না -- আপন করতেও সাহায্য করে -- তবে একে অপরকে প্রভল ভাবে বুঝার মত চিন্তা শক্তি থাকতে হবে ---

ধন্যবাদ আপনার উক্তির জন্য---
224430
২১ মে ২০১৪ রাত ১১:৫৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : হৃদয় ছুঁয়ে গেলো কবিতা। মনের কতটা গভীর থেকে লিখেছেন ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File