নীল নবঘন তুমি!!!!
লিখেছেন লিখেছেন পরিচিত ০৭ মে, ২০১৪, ০৭:১৯:৪১ সকাল

তোমার আমার ভালোবাসা রেখো মনে
তোমার ভেতরে ঢুকে দেখেছি তোমায়
ভালবাসা প্রকম্পিত করত আকাশ
কতো কালো রাত কেটে গেছে আমাদের।
মেঘলা দুপুরে বৃষ্টি গায়ে মাখতাম-
মেঘে ঘেরা ভালবাসা,আসবে আমাদের মনে
চিলতে রোদে রোজ সকালে পড়ছে মনে।
তোমায়ে নিয়ে এখন কবিতা লেখা হয় না
আজ তোমার মেঘে রঙধনু আর কুটুম পাখি
তাই ভালবাসা প্রকম্পিত করে না আজ আমায়।
আমি ভুলে গেছি আনন্দরাশি পুরনো সরল হাসি
আমি আমার উপেক্ষার ভাষা,ঘৃণার আক্রোশ
আমার ভালবাসা ঘুরে-ঘুরে একা একা কথা কয়।
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ১৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ---
ধন্যবাদ আপনার উক্তির জন্য---
মন্তব্য করতে লগইন করুন