স্মৃতিময় কৈশোর -------

লিখেছেন লিখেছেন পরিচিত ১০ মে, ২০১৪, ০৬:১০:৩১ সন্ধ্যা



মায়ের কথা মনে পড়লে কৈশোর এসে উপস্থিত

কৈশোর হলো এক বালকের বাল্যের ঘটনাবলি

মায়ের সেই মুখটি স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে থাকা।

মায়ের সেই এক দুশ্চিন্তা বুদ্ধিহীন বালকের কথা

সেই অশ্রুসজল বেদনার ভালবাসার আচ্ছাদন ।

যা সবটাই আমার জন্য শুধু এখন স্মৃতিজ্জ্বল

এই ছবি কিছুতেই আমার স্মৃতি থেকে সরে না।

জয়-পরাজয়ের হিসাব মেলানোর সময় এখন

বেঁচে থাকার লড়াই,স্বপ্নকে বাঁচিয়ে চলার লড়াই।

তারপরও কৈশোর সব ক্ষেত্রে উপস্থিতি তোমার

তোমাকে ছাড়া যেতে চাই না আগ বাড়িয়ে

হতে পারে এনিয়ে আমার চলার সমালোচনা।

তারপরও জীবনেরই কোনো রঙ হয়ে বেঁচে থেকো

ছেলেমানুষ হয়ে আমার চরিত্রের সাক্ষ্য হিসেবে।

(ছবির কৃতজ্ঞতা-- ব্লগার লোকমান ভাই)

বিষয়: সাহিত্য

২০০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219923
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন Good Luck Rose Rose
১০ মে ২০১৪ রাত ১১:২৩
167689
পরিচিত লিখেছেন : উৎসাহের জন্য আপনাকে ধন্যবাদ--
219967
১০ মে ২০১৪ রাত ০৮:৫৭
আফরা লিখেছেন : আপনি তো ভাল কবিতা লিখেন !!
১০ মে ২০১৪ রাত ১১:২৬
167690
পরিচিত লিখেছেন : কবিতা লিখতে পারি কিনা জানি না -- তবে প্রচুর কবিতা শুনি--- যেটা আমার জীবন চলার পথের একটা অংশ--

আপনাকে ধন্যবাদ চোখ রাখার জন্য পোষ্টে-
220454
১২ মে ২০১৪ রাত ১২:৪৯
বৃত্তের বাইরে লিখেছেন : স্মৃতির ডানায় ভর করে সেই স্বপ্নময় দিন গুলোয় ফিরে গেলে এইসব সোনালী দিনগুলো ই ভাসে মনের আয়নায় Day Dreaming ভালো লাগলো Good Luck Good Luck
১৬ মে ২০১৪ দুপুর ০২:১২
169637
পরিচিত লিখেছেন : স্মৃতির সোনালী দিন গুলি মনে পড়লে - মাঝে মাঝে ভাবি কেন বড় হলাম?

পোষ্টে চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ--

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File