স্মৃতিময় কৈশোর -------
লিখেছেন লিখেছেন পরিচিত ১০ মে, ২০১৪, ০৬:১০:৩১ সন্ধ্যা
মায়ের কথা মনে পড়লে কৈশোর এসে উপস্থিত
কৈশোর হলো এক বালকের বাল্যের ঘটনাবলি
মায়ের সেই মুখটি স্মৃতিতে সমুজ্জ্বল হয়ে থাকা।
মায়ের সেই এক দুশ্চিন্তা বুদ্ধিহীন বালকের কথা
সেই অশ্রুসজল বেদনার ভালবাসার আচ্ছাদন ।
যা সবটাই আমার জন্য শুধু এখন স্মৃতিজ্জ্বল
এই ছবি কিছুতেই আমার স্মৃতি থেকে সরে না।
জয়-পরাজয়ের হিসাব মেলানোর সময় এখন
বেঁচে থাকার লড়াই,স্বপ্নকে বাঁচিয়ে চলার লড়াই।
তারপরও কৈশোর সব ক্ষেত্রে উপস্থিতি তোমার
তোমাকে ছাড়া যেতে চাই না আগ বাড়িয়ে
হতে পারে এনিয়ে আমার চলার সমালোচনা।
তারপরও জীবনেরই কোনো রঙ হয়ে বেঁচে থেকো
ছেলেমানুষ হয়ে আমার চরিত্রের সাক্ষ্য হিসেবে।
(ছবির কৃতজ্ঞতা-- ব্লগার লোকমান ভাই)
বিষয়: সাহিত্য
২০০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে ধন্যবাদ চোখ রাখার জন্য পোষ্টে-
পোষ্টে চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ--
মন্তব্য করতে লগইন করুন