শূণ্যতার কাছেই কি ?
লিখেছেন লিখেছেন পরিচিত ১৬ মে, ২০১৪, ০২:০৫:১০ দুপুর
মাঝে মাঝে পালাতে ইচ্ছে করে
মাঝে মাঝে ভালো লাগে না কিছুই
চেনা হাতঘড়ি,ভাল লাগার সব কিছু অসহ্য মনে হয়।
মনে হয় অন্যকোথাও যাবার কথা ছিল—
মাঝে মাঝে ভাবি আমি একলা মনে--
মেঘের মধ্যে উড়ছে আমার যাবতীয় ভালো লাগা।
আমার ছায়া ভাসবে তোমার চুলের নির্জনতায়
আমার ভালবাসার নির্দেশে তুমি স্পর্শ করবে আমার বিশ্ব,
গুচ্ছ গুচ্ছ ফুলের অজস্রতায় বেঁচে থাকবে আমার প্রেম।
তাইতো ভাবি আমি--
শূণ্যতার কাছেই কি আমার সব পথচলার শিক্ষা ?
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনার মনের কথাগুলি জানান দেওয়ার জন্য---
মন্তব্য করতে লগইন করুন