অনুরোধ করছি সবাইকে ফিরে এসে ব্লগ টাকে প্রাণ দেওয়ার জন্য----

লিখেছেন লিখেছেন পরিচিত ২৫ মে, ২০১৪, ০২:০৭:১০ দুপুর



টুডে ব্লগ যদিও আর দশটি বাংলা ব্লগের মতো একটি ব্লগ। কিন্তু আমরা যারা এখানে ব্লগিং করি ইতিমধ্য আমরা কমবেশী সকলেই বুঝতে পারছি যে আমরা সকলেই ব্লগিং এর বাহিরে আরেকটি বন্ধনে আবদ্ধ হয়ে আছি যেই বন্ধনের নাম হচ্ছে “ভালোবাসা”

এই ভালোবাসা টুকুই টুডে ব্লগ থেকে টুডে পরিবারে রূপ দিয়েছে। যার ফলে এখানে আমরা একে অন্যের সুখ দূঃখ হাসি কান্না আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি।

এছাড়াও যেহেতু এটি একটি পরিবার সেহেতু এখানে নানান সমস্যা ও নানান সমাধান দেখতে পাই।

পরিবার হচ্ছে হচ্ছে সকলের সম্বন্নয়ে একটা শান্তির নীড়। আর তাই অনেকের অনুপস্থিতিতে পরিবার কে পরিবার মনে হয়না।

আমাদের টুডে ব্লগেও এমন ভাইয়া- আপুদের পদার্পনে আলোকিত। যাদের আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি । যাদের আদেশ উপদেশ ভালোবাসা মায়া মমতায় ইতিমধ্যে আমাদের টুডে পরিবারটিতে সৃষ্টি হয়েছিলো এক অসাধারন পরিবেশ। যা বাংলা ব্লগের আর কোনটাতে দেখা যায়না।

কথায় আছে সংসার সুখের হয় সকলের মিলন মেলায়………

হ্যাঁ আমি আমাদের এই পরিবারের সেই সকল ভাইয়া আপুদের কথা বলছি যাদের আমরা খুব খুব খুব মিস করছি।যাদের আদর শাষন থেকে আমরা বঞ্চিত হচ্ছি দীর্ঘ দিন…

উপরের কথাগুলি বলার এবং দাবী করার সাহস দেখলাম এই জন্য আমি আসলেই আপনাদের একজন পরিচিত ব্লগার -- এই ব্লগের বেশিরভাগ ব্লগার কে এত বেশি চিনি লেপুর পিছনে বসে তাদের লেখা এবং কমেন্ট গুলি পড়ে তাই তাদের খুব খুব মিস করি---

তাই আবারও অনুরোধ করছি সবাইকে ফিরে এসে ব্লগ টাকে প্রাণ দেওয়ার জন্য--



বিষয়: বিবিধ

১৩৬০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225963
২৫ মে ২০১৪ দুপুর ০২:১৪
আফরা লিখেছেন : আপনার সাথে একমত পোষন করে সবাইকে আসার আহবান জানাচ্ছি সবাইকে ফিরে আসার ।তো এবার বলেন আপনি আমাদের পরিচিত কোন ব্লগার ।
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৪
172962
পরিচিত লিখেছেন : আমার পরিচয় টা আরেক দিন বলব--

তবে সত্যি বলছি আমি এই ব্লগের অনেক কে খুব মিস করি তাদের লেখা গুলি পড়তে না পেরে --- ধন্যবাদ একমত পোষণ করার জন্য---
225972
২৫ মে ২০১৪ দুপুর ০২:২২
সিটিজি৪বিডি লিখেছেন : Akono achi...
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৬
172964
পরিচিত লিখেছেন : ভাইয়া কি এখন দেশে নাকি -- শুনেছিলাম দেশে যাবেন ?

ভাইয়া আপনার লেখায় প্রাণ ফিরে পাক টুডে ব্লগ -- এই আশা রহিল-- ধন্যবাদ।
225973
২৫ মে ২০১৪ দুপুর ০২:২৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার নিক টা পরিচিত হলেও আপনাকে চিন্তে একটু কষ্ট হচ্ছে এখনও। Chatterbox যাক... আহ্বানটা কিন্তু খুব ভালো। আমিও মাঝে মধ্যে এমন রোগে আক্রান্ত হয় - সাথে সাথে পোস্ট দিই - ফিরে আসার অনুরোধ জানিয়ে। তবে "কে সাড়া দেয় কার ডাকে" অবস্থায় পড়ি... মন খারাপ করে ফিরে যায় আবার Sad Sad
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৯
172971
পরিচিত লিখেছেন : সময়ের তালে আমাকেও চিন্তে পারবেন-- আপাতত না হয় অপরিচিতর খাতায় নাম থাকুক--

আপনার এবং আওণবরের কমেন্ট গুলি যেন কখনও মিস না করি -- এই প্রত্যাশা করছি-- ধন্যবাদ থাকল পোষ্টে উপস্তিতির জন্য।
225985
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি ছিলাম,আমি আছি,ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩৭
173014
পরিচিত লিখেছেন : আপনার এই পদচারণার জন্য ধন্যবাদ থকাল -- সময়ের তালে আপনি মুখরিত করে তুলবেন এই ব্লগ কে - এই আশা করছি-
225990
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনি যথাযর্থই বলেছেন। আমি এখানে এসে যা পেয়েছি তা সত্যিকার অর্থে আর কোথায় পাইনি। এত ভদ্র এবং হেল্পফুল মানুষদের সান্নিধ্য পেয়েছি এখানে আর কোথায় পাইনি। চিরকাল ধরে এই ভালোবাসাটা যদি পেতাম তাহলেই কতই না ভালো হতো কিন্তু যেকোন সময় হয়তো এই মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে পরপারে। Sad Sad সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য আসেন বুকে আসেন Big Hug
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩৯
173016
পরিচিত লিখেছেন : জীবনের সময়ের একটি ভাবনা বর্তামান কে নিয়ে ভাবনা -- তাই বর্তমানের সময়ের কিছুটা টুডে ব্লগে ধার দিয়ে আমাদের আপনাকে সবসময় খুঁজে পেতে সাহায্য করবেন --- এই আশা রাখছি।
226002
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩০
ছিঁচকে চোর লিখেছেন : আমাদের টুডে ব্লগেও এমন ভাইয়া- আপুদের পদার্পনে আলোকিত। যাদের আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি । যাদের আদেশ উপদেশ ভালোবাসা মায়া মমতায় ইতিমধ্যে আমাদের টুডে পরিবারটিতে সৃষ্টি হয়েছিলো এক অসাধারন পরিবেশ। যা বাংলা ব্লগের আর কোনটাতে দেখা যায়না

খুব সুন্দর লাগলো কথাগুলো। কিন্তু আমি ভালো হবো কবে? Sad Crying
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
173019
পরিচিত লিখেছেন : আপনি আমি সবাই যদি ভাল হয়ে যাই অন্যরা কিভাবে বুঝবে খারাপ কি ? তাই আমার মতে অনেকের ভাল না হওয়া উচিত।

আমার ব্লগে চুরি করতে এসে নিজেকে সদিচ্ছায় ধরা দেওয়ার জন্য এবং ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ থাকল--
226054
২৫ মে ২০১৪ বিকাল ০৪:৩৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : পরিচিত হয়েও আপনি কেমন যেন অচেনা।


আপনার সাথে একমত পোষণ করছি। জনপ্রিয় সব ব্লগার ফিরে এসে ব্লগকে মাতিয়ে তুলুক। ধন্যবাদ।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০০
173084
পরিচিত লিখেছেন : আপনার মতের জন্য ধন্যবাদ জানাচ্ছ আপু.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File