অনুরোধ করছি সবাইকে ফিরে এসে ব্লগ টাকে প্রাণ দেওয়ার জন্য----
লিখেছেন লিখেছেন পরিচিত ২৫ মে, ২০১৪, ০২:০৭:১০ দুপুর
টুডে ব্লগ যদিও আর দশটি বাংলা ব্লগের মতো একটি ব্লগ। কিন্তু আমরা যারা এখানে ব্লগিং করি ইতিমধ্য আমরা কমবেশী সকলেই বুঝতে পারছি যে আমরা সকলেই ব্লগিং এর বাহিরে আরেকটি বন্ধনে আবদ্ধ হয়ে আছি যেই বন্ধনের নাম হচ্ছে “ভালোবাসা”
এই ভালোবাসা টুকুই টুডে ব্লগ থেকে টুডে পরিবারে রূপ দিয়েছে। যার ফলে এখানে আমরা একে অন্যের সুখ দূঃখ হাসি কান্না আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি।
এছাড়াও যেহেতু এটি একটি পরিবার সেহেতু এখানে নানান সমস্যা ও নানান সমাধান দেখতে পাই।
পরিবার হচ্ছে হচ্ছে সকলের সম্বন্নয়ে একটা শান্তির নীড়। আর তাই অনেকের অনুপস্থিতিতে পরিবার কে পরিবার মনে হয়না।
আমাদের টুডে ব্লগেও এমন ভাইয়া- আপুদের পদার্পনে আলোকিত। যাদের আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি । যাদের আদেশ উপদেশ ভালোবাসা মায়া মমতায় ইতিমধ্যে আমাদের টুডে পরিবারটিতে সৃষ্টি হয়েছিলো এক অসাধারন পরিবেশ। যা বাংলা ব্লগের আর কোনটাতে দেখা যায়না।
কথায় আছে সংসার সুখের হয় সকলের মিলন মেলায়………
হ্যাঁ আমি আমাদের এই পরিবারের সেই সকল ভাইয়া আপুদের কথা বলছি যাদের আমরা খুব খুব খুব মিস করছি।যাদের আদর শাষন থেকে আমরা বঞ্চিত হচ্ছি দীর্ঘ দিন…
উপরের কথাগুলি বলার এবং দাবী করার সাহস দেখলাম এই জন্য আমি আসলেই আপনাদের একজন পরিচিত ব্লগার -- এই ব্লগের বেশিরভাগ ব্লগার কে এত বেশি চিনি লেপুর পিছনে বসে তাদের লেখা এবং কমেন্ট গুলি পড়ে তাই তাদের খুব খুব মিস করি---
তাই আবারও অনুরোধ করছি সবাইকে ফিরে এসে ব্লগ টাকে প্রাণ দেওয়ার জন্য--
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সত্যি বলছি আমি এই ব্লগের অনেক কে খুব মিস করি তাদের লেখা গুলি পড়তে না পেরে --- ধন্যবাদ একমত পোষণ করার জন্য---
ভাইয়া আপনার লেখায় প্রাণ ফিরে পাক টুডে ব্লগ -- এই আশা রহিল-- ধন্যবাদ।
আপনার এবং আওণবরের কমেন্ট গুলি যেন কখনও মিস না করি -- এই প্রত্যাশা করছি-- ধন্যবাদ থাকল পোষ্টে উপস্তিতির জন্য।
খুব সুন্দর লাগলো কথাগুলো। কিন্তু আমি ভালো হবো কবে?
আমার ব্লগে চুরি করতে এসে নিজেকে সদিচ্ছায় ধরা দেওয়ার জন্য এবং ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ থাকল--
আপনার সাথে একমত পোষণ করছি। জনপ্রিয় সব ব্লগার ফিরে এসে ব্লগকে মাতিয়ে তুলুক। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন