অপেক্ষা শুধু অপেক্ষা ------
লিখেছেন লিখেছেন পরিচিত ০৮ মে, ২০১৪, ০১:৪৯:৪২ দুপুর
আমি অপেক্ষায় রইলাম দীর্ঘতা নিয়ে নয়
আমার অপেক্ষা থাকলো আকাশের তারাদের মতো--
আমি হয়তো ফোটাতে পারিনি ফুল,
তবুও আমি সুগন্ধি নিয়ে বসে থাকবো ।
হয়তো আমি কোন জলধারা নই তবুও--
আমি উত্তাল আনন্দ নিয়ে অপেক্ষা করে যাবো….
তোমাকে বলাই হয়নি অপেক্ষা কোন ফুটন্ত ফুল নয়
যে সময়ের সাথে সাথে ঝরে যাবে!!
তোমাকে বলাই হয়নি অপেক্ষা কোন উত্তাল স্রোত নয়
যে সেটা ক্ষণে ক্ষণে পথ পাল্টাবে!!
অপেক্ষা শুধু অপেক্ষা আর আপেক্ষা
সেটা ক্ষনকাল বা দীর্ঘকাল হলেও যন্ত্রনাকর।
বিষয়: সাহিত্য
২০৩৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনার এ নিয়ে আপনার মত প্রকাশের জন্য--
পোষ্টে চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার মত প্রকাশের জন্য ধন্যবাদ--
মন্তব্য করতে লগইন করুন