'' অনুরাগে ভালবাসায় ''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৩ জুন, ২০১৪, ০৩:১৬:০০ দুপুর

'' অনেকটা পথ চলেছি তোমায় ছাড়া,

কখনো রাগে, কখনো অভিমানে............

আবার কখনো তোমায় না বলে,

হারাই তোমার প্রেমে, অনুরাগে ভালবাসায়..........

একাকী এই কষ্ট স্পর্শ করে,

মনের মাঝে জমে থাকা অনুরাগে ভালবাসায়.........

একটু অভিমানে যদি, দূরে যাই আমি,

আকাশ পানে চেয়ে থেকেও, পাও যদি অনুরাগে ভালবাসায়.....

স্বপ্নচারিণী অভিমানী মন, খুঁজে তোমায়,

তুমি যদি ভালবাসো আমায়,

সেই দিনটাও আসবে কোন এক বর্ষায়,

তুমিও চাইবে আমায়, অনুরাগে ভালবাসায়........!!!

_________পারভেজ রুমি ''

রচনা কাল-২০-০৫-২০১৪ ইং

বিষয়: সাহিত্য

১১৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230028
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৫
মুর্শিদউল আলম লিখেছেন : ভালো লাগলো
230030
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৮
ছিঁচকে চোর লিখেছেন : তুমি যদি ভালবাসো আমায়,
সেই দিনটাও আসবে কোন এক বর্ষায়,
তুমিও চাইবে আমায়, অনুরাগে ভালবাসায়........!!

পথ চেয়ে থাকুন দেখবেন একদিন আসবে।
230053
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩০
নূর আল আমিন লিখেছেন : ||
ভাল্লাক্সে চালিয়ে যা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File