'' ঠিকানা '' ----------------------------
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৩ জুন, ২০১৪, ১২:৩২:১৭ দুপুর
আজ বন্দনা করি আমি তোমার,
পাবার আর্তনাদ ,এই ভুবনে কে কার,
মিছে মায়া দিয়ে করেছো অনেক আঘত,
বিশ্বাস করে সয়েছি তবু করিনি প্রতিঘাত।
ক্ষমার অযোগ্য অপরাধ করিনি,
চেয়েছি তবু ক্ষমা........
নদীর স্রোতের মত ভেসে বেড়ায়,
এই কূল ও কূল দু'কূল হারায়,
অনেক কষ্ট সয়েছি,হারানোর বেদনায়,
আজ যাবার বেলায়,
দেবে কি বিদায় একটু সান্ত্বনা।
তোমাকে না পাওয়ার কষ্টের নীল বিষে,
থাকবো প্রতীক্ষায়,এই জীবন শেষে,
হারিয়ে গেলাম আজ শেষ ঠিকানায়,
আমাকে তোমার মন যদি কভু চায়,
খুঁজে নিও নিশি রাতে তারার মেলায় ।
০৩-০৬-২০১৪ ইং____ পারভেজ রুমি
বিষয়: সাহিত্য
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন