'' ভালবাসার মৃত্যু বরণ '' ---------------------------- ''পারভেজ ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৫০:৩৮ দুপুর
'' পথ হারালে পথ খুঁজে পাবে,
মরে গেলে আমি, আমায় ভুলে যাবে,
হয়তো চাইবে না কখনো খুঁজতে,
কি ছিলাম তোমার আমি তা বুঝতে,
জানি তোমার মতোয় করে তুমি,
কাঁটাবে সময় মন আনন্দে,
থাকবো না শুধু তোমার পাশে আমি,
যাবার আগে প্রশ্ন জাগে প্রাণে,
আমার স্মৃতি কি কখনো পড়বে তোমার মনে,
জানি তোমার হৃদয় গহীনে,
আমি আর ভাসিবো না,
তবুও যে প্রশ্ন জাগে মনে,
আমার জন্য দু'ফোঁটা অশ্রু আসবে কি তোমার চোখের কোণে,
এত কাল কতয় না কাছে ছিলে,
হয়তো এক সময় হারিয়ে যাবো
রাত্রির কালো আঁধারে তারার সাথে মিলে,
বড়ই ক্লান্ত আজ এই মন,
একদিন তোমায় পাবার আশায় করে ছিলাম পণ,
এই অবধী এসে আজ হলো আশার মরন,
নিজ চোখে দেখতে হলো আমারই ভালবাসার মৃত্যু বরণ ।
১৮-০২-২০১৫ ইং____!!!
বিষয়: সাহিত্য
১৩১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন