'' স্বপ্ন ছোঁয়া ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ১০ জুন, ২০১৪, ০৯:০৪:০৩ রাত
'' জীবনের চলার পথটা যে একা,
তোমাকে হারিয়ে হলো সব ফাঁকা,
হৃদয় কাঁদে একাকী নিঃশ্বসঙ্গতায়,
অচেনা বন্দররে ভিড় করে মনের জাহাজ,
পড়ে আছে অচেতন অবহেলায়।
আজ আমার বুঝার উপায় নেই,
কষ্টের বালুচরে আছি পড়ে,হয়ে নিরুপায়,
স্বপ্ন গুলো হাত ছানি দেয়,জানি না কোন আশায়,
অতীত গুলো রেখেছি বেঁধে স্মৃতির মনিকোঠায়।
পানিতে চাঁদ দেখে করেছিলাম ভুল,
সেই তো চাঁদ নই,কষ্টের ফুল,
যে চোখে ছিলে তুমি স্বপ্নের রানী ,
সে চোখে দেখি আজ নিরশার ধোঁয়া ,
মিথ্যা ছিলো তোমার ভালবাসার বাণী............!!!
০৮-০৬-২০১৪
বিষয়: সাহিত্য
১৩৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
মন্তব্য করতে লগইন করুন