'' ভালবাসার স্পর্শ ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০১ জুন, ২০১৪, ০৩:৫৭:০০ দুপুর
'' নিঝুম রাত, ক্লান্তহীন পৃথিবী,
একলা আমি চেয়ে থাকি চাঁদের দিকে.......
একটু মৃদু হাওয়া লাগলো আমার প্রাণে,
হঠাৎ চমকে উঠে, একটু অনুভব করি,
এই যেন তোমার দেয়া ভালবাসার স্পর্শ......।
মেঘের আড়ালে চলে গেল চাঁদটা,
দু'চোখ ভরে নেমে এলো অন্ধকার......
একটু পরে চোখ খুলে দেখি,
জোনাকির আলোয় ভরে গেল, আমার আঙ্গিনা,
একটি জোনাকি আসে, আমায় ছুঁয়ে গেল,
হঠাৎ চমকে উঠে, একটু অনুভব করি,
এই যেন তোমার দেয়া ভালবাসার স্পর্শ......।
দু'চোখ মেলে সারাটা রাত কাটিয়ে দিলাম,
অধরা তুমি আজও তোমার অপেক্ষাতে রইলাম,
মৃদু হাওয়ার মতো, জোনাকির মতো,
আবার কবে ছুঁয়ে যাবে, আগের মতো
যা ছিল তোমার দেয়া ,ভালবাসার স্পর্শ....... !!!
পারভেজ রুমি
রচনা কাল, ১৫-০৫-২০১৪ ইং
বিষয়: সাহিত্য
১৩০২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়াও ।
অসাধারণ ।
খুব ভাল হয়েছে এবং ভাল লেগেছে ।
শুভেচ্ছা নিবেন-
শুভেচ্ছা জানবেন।
মন্তব্য করতে লগইন করুন