'' অপেক্ষার দুয়ারে ''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০২ জুন, ২০১৪, ০৪:৩১:৪১ রাত

'' কিছুই তো বলা হয়নি তোমায়,

এই ভেবে .......

সময় হলে বলব বলে,

হাজারও স্বপ্ন বুকে লালন করেছি,

তোমায় নিয়ে স্বর্গ সাজাবো বলে।

এতটা কাছে থেকেও তুমি বুঝতে পারোনি,

তোমার ঐ রূপের মোহে নই,

তোমারি গুণে গুণান্বিত হয়ে চেয়েছি তোমায়,

কখনো যদি কাছে ডাকো আমায়,সেই আশায়।

তোমার ঐ হাসিতে ,মন হাসে আমার,

সুখেরই ফাগুনে আগুন ঝরা দক্ষিনা হাওয়ায়,

আদৌ কি তোমায় পাবো আমি,

না কি, না বলা কথার মতো অতীত হবে তুমি।

তবু আশার প্রদীপ জ্বালিয়ে,

আছি বসে অপেক্ষার দুয়ারে ''.......।

০১-০৬-২০১৪ ইং_______ পারভেজ রুমি ''

বিষয়: সাহিত্য

১১১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229325
০২ জুন ২০১৪ সকাল ০৫:১৪
নোমান২৯ লিখেছেন :







Awesome .
Carry On Bro. Rose Rose Rose
০২ জুন ২০১৪ রাত ১১:৪২
176488
ইচ্ছা পূরণ লিখেছেন : Thank's a lot............. bro
Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File