'' ঝরা পাতা ''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ৩১ মে, ২০১৪, ০৪:৪৮:১৮ বিকাল

"হৃদয়ের কাছে এসে হাতটা দিলাম বাড়িয়ে,

কষ্টের নীল আকাশে দুঃখ দিলাম উড়িয়ে,

কল্পনার সাত রঙে তোমার ছবি আঁকা,

ভালবাসার স্মৃতি গুলো হলো ঝরা পাতা।

বন্ধু তুমি, মিত্র তুমি, ভাল মন্দের সাথী,

তোমায় ভুলে কেমন করে বলো আমি থাকি,

শ্রাবণ মেঘের বর্ষার দিনে রংধনুতে আঁকা

অপেক্ষারি প্রহর গুণে হলাম ঝরা পাতা।

বাসার পাখি বাসায় ফিরে সন্ধ্যা বেলার সাজে,

মনের পাখি ফিরলো না তো তোমায় পাবার খোঁজে,

অভিমানী বন্ধু রইয়েছো তুমি কোথায়,

আজও আমি একা, খুঁজি তোমায় রাতের জোছনায়,

হৃদয়ের মনি কোঠায়, তুমি আছো স্মৃতির মায়া,

আজও বুঝিনি আমি, সব ছিল শেষ বিকেলের ঝরা পাতা ।

৩১-০৫-২০১৪ ইং____ পারভেজ রুমি ''

বিষয়: সাহিত্য

১৩৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228754
৩১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সবাই কেমন জানি বিরহের কবিতা লিখছে আজ। এমনি বৃষ্টির দিনে মনটা বিষন্ন থাকে তার উপর আবার বিরহ Broken Heart Broken Heart
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৯
175733
ইচ্ছা পূরণ লিখেছেন : ভাই বিরহের মাঝে থাকে সত্য ভালবাসা লুকানো।ধন্যবাদ... আপনাকে।
228805
৩১ মে ২০১৪ রাত ১০:৫১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০১ জুন ২০১৪ বিকাল ০৪:০০
175734
ইচ্ছা পূরণ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাই,শুভেচ্ছা জানবেন।
228827
৩১ মে ২০১৪ রাত ১১:২৭
ভিশু লিখেছেন : ভালো...Happy Good Luck
০২ জুন ২০১৪ রাত ০৪:৩৪
176034
ইচ্ছা পূরণ লিখেছেন : ধন্যবাদ...।
229042
০১ জুন ২০১৪ দুপুর ০৩:৫৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়াও দারুন কবিতা! ভালো লাগলো
০১ জুন ২০১৪ বিকাল ০৪:০১
175735
ইচ্ছা পূরণ লিখেছেন : অসংখ্য ধন্যবাদ সিরাজ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File