'' স্পর্শের বাইরে''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০২ জুন, ২০১৪, ০২:৫৬:৪৩ দুপুর

'' স্পর্শের বাইরে''

'' তুমি সন্ধ্যারও মেঘমালা,

ঝিরি ঝিরি বৃষ্টির শব্দের কথামালা.....

যত চেয়েছি কাছে,তত রইয়েছো দূরে,

হলে তাই,স্পর্শের বাইরে.......

নীরব মনের আকুতি,শুনবে কি তুমি....?

কথা দাও কখনো যাবে না,

আমারই স্পর্শের বাইরে............

ক্ষুদ্র এই জীবনে,

চাওয়ার যে নেই কোন শেষ,

যা চাই তাই হয়,স্পর্শের বাইরে...........

অনেকটা ভালবাসেছি তোমায়,

জ্যোৎস্নার রাতের চাঁদের মতো.........

চাঁদের মতো তুমিও হলে,

আমারই স্পর্শের বাইরে........!!!

রচনা কাল,

০৬-০৫-২০১৪ ইং _____ পারভেজ রুমি''

বিষয়: সাহিত্য

১৩৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229559
০২ জুন ২০১৪ দুপুর ০৩:১৮
নোমান২৯ লিখেছেন :





চাঁদের মতো তুমিও হলে,

আমারই স্পর্শের বাইরে........!!!

______________

সুন্দর কবিতা । ধন্যবাদ ভাইয়া ।
০২ জুন ২০১৪ দুপুর ০৩:২৩
176233
ইচ্ছা পূরণ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া
229587
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
176373
ইচ্ছা পূরণ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File