’’ আবেগের প্রেম ’’
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ২৬ জুন, ২০১৪, ০৫:১৭:৪২ সকাল
---------------------------------
আজ তোমায় ভুলার তরে,মরিবার পথো প্রান্তে,
নিতর দেহ আছে পড়ে নিয়ে ভরা ক্লান্তে,
সু সময়টা এলো ফিরে অসময়ের টানে,
সুখ গুলো ভাসায় তরী হৃদয়ের গহীনে,
উজার করা ভালবাসা হারায় দিগন্তে,
আজ তোমায় ভুলার তরে,মরিবার পথো প্রান্তে।
সুখ যখন ডানা মেলে,কষ্ট করে ভিড়,
সুখ পাখিটা একলা তরে খুঁজে বেড়ায় নীড়,
উড়ে যায় আকাশ পথে,নিচে আমার ছায়া,
যদি থাকে ভালবাসা করো একটু মায়া,
রিক্ত সিক্ত আমার এই মন,সবই তোমার অন্তে,
আজ তোমায় ভুলার তরে,মরিবার পথো প্রান্ত ।
বিষয়: সাহিত্য
১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন