ইচ্ছে যতো বন্দী পাখি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১০ জুন, ২০১৪, ০৮:৫৭:২৮ রাত
আমার ইচ্ছে যতো
শখের খাঁচায় বেঁধে রাখা
বন্য পাখির মতো!
দূর আকাশে উড়ার কতো
স্বপ্ন পাখির চোখে
দেশ মহাদেশ ঘুরবে যতো
কে সে তোমায় রুখে?
স্বজন-সাথীর সঙ্গে পাখি
খেলবে নানান খেলা,
দুখের আঁধার ঘুছিয়ে যাবে
বসবে সুখের মেলা।
হৃদয় কাড়া সূর লহরী
গাইবে পাখি গান-
জাগবে সাড়া পক্ষিপুরীর
মাতবে সবার প্রাণ!
বন্য পাখি বন্দী খাাঁচায়
স্বপ্নছবি আঁকে,
মুক্তির আশায় দিন গুণে যায়
স্বপ্ন আগলে রাখে।
যত্নে আঁকা স্বপ্নছবি
হৃদয়ে দেয় নাড়া,
দিন কেটে যায় রাত নামে ফের
পায় না পাখি ছাড়া।
আমার ইচ্ছে যতো
মুক্তির আশায় প্রহর গুণা
এই বন্দী পাখির মতো!
১৩ জুন ২০১৩ খ্রিষ্টাব্দ
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
http://www.facebook.com/Siraj.Azad
বিষয়: সাহিত্য
২৯৬১ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওহ্হ পরীক্ষা জুলাইয়ের ৬ থেকে...দোয়া কইরা শেষ কইরা দিলা, দোয়া করতে থাকতে হয়, নয়লে তোমারেও
কাঠমিস্ত্রি আমুসি
ব্লগছাড়া কোথাও নেই আমি
তাইতো আমি দিনে রাতে ব্লগেই বিচরন করি
ব্লগ আমার বাড়ি হলে, ব্লগার আমার প্রান
ভালোবাসি তাঁদেরকে আরও করি অভিমান
ব্লগ তোমার বাড়ি, ব্লগার তোমার প্রাণ, নীলপরীটা কি? এই যুগে যদি কেউ বলে আমি ব্লগ ইউস করি ফেবু করি না তা কিভাবে বিশ্বাস করা যায় সুপাহা???
কি করবো বলো, “বিশ্বকাপ দেখি না, কোন দলকেও সাপোর্ট করি না” বল্লেও কেউ বিশ্বাস করতে চায় না আমার কথা। দুনিয়াটা আমার কাছে অদ্ভুদ রকম লাগতেছে ইদানিং। ## আমুসি
সুপাহা তুমিও এখানে যোগ দিলা! তোমার হাতুড়িটা কই তোমারে কয়েকটা
একদিন ঐ অচিন পাখি
পালিয়ে যাবে দুরে
পালিয়ে যাব আমিও সেদিন
কেও পাবেনা মোরে।
এখনই নিজেকে বন্দি পাখি মনে হলে তখন তো বন্দি ইন্দুর মনে হবে।
ওহ্হ এই কবিতাটা লিখেছিলাম ‘ইচ্ছে’ শিরোনামে একটা প্রতিযোগিতার জন্য। ৩৪ পয়েন্ট পেয়ে আমি শেষ, ৩৭ পয়েন্ট পেয়ে একটা ফালতু কবিতা ফাস্ট হয়েছিল...পরবর্তীতে জানতে পারি ওখানে নির্বাচনের ক্ষেত্রে দুই নাম্বারী হয়...
egypt12 লিখেছেন : সুন্দর লাগলো...স্বপ্নগুলো বন্ধী দশা হতে মুক্ত হউক এটাই দোয়া রইল
আহ জীবন লিখেছেন : আলমগির ভাই আপনার আগের প্রপিক টাই ভাল ছিল।
প্যারিস থেকে আমি লিখেছেন :
একদিন ঐ অচিন পাখি
পালিয়ে যাবে দুরে
পালিয়ে যাব আমিও সেদিন
কেও পাবেনা মোরে।
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ে শাদি তো করেননাই.....
এখনই নিজেকে বন্দি পাখি মনে হলে তখন তো বন্দি ইন্দুর মনে হবে।
সুর্যের পাশে হারিকেন লিখেছেন : আমুসি..... আমি কি বলবো, কি লিখবো এখানে? এত্ত মজার আকর্ষনীয় আঠালো কবিতা পড়ে আমিতো নির্বাক, হতবাক...... এই নেন আমার প্রিয় জিনিসখানা... আচ্ছা.... পরিক্ষা কেমন যাচ্ছে? দোয়াতো করেছিলুম.....
আঁই কি হইতাম!
আজ জাতি বড় দুঃসময় অতিক্রম করছে। এ সময় বিবেকের কান্নার যাতনাগুলোকে পজি করে যারা লিখতে পারে ওরাই কবি লিখক হিসেবে খ্যাতি অর্জন করেছে। সে কাজটি কি আমি আপনি পারিনা????????
মন্তব্য করতে লগইন করুন