আত্মার উদ্বোধন

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:৫১:৩৩ রাত

সনেট লেখার দুঃসাহস দেখিয়েছি। জানি না কতোটুকু পেরেছি।


যদি চৌদিক হতে অন্ধকার তোমায় ঘিরে ধরে,

তুমি সম্মুখের দিশা ভুলে ‍যাও তবে দেরী নয়

আর, সিজদায় লুটে পড়ো মহান রবের তরে-

অন্ধকার ঠিকরে আলো আসবে, পেয়ো নাকো ভয়।

যদি কপট পাতকীর মোহ তোমায় অন্ধ করে

তুমি দিকভ্রান্ত হয়ে যাও তবে অনুতপ্ত হৃদয়

নিয়ে দুহাত তোলো, তুমি অশ্রু ঝরাও চোখে-

সরল পথের দিশা পাবে, নিরাশা কখনো নয়।

Good Luck

এই বিশ্বব্রহ্মাণ্ডের তিনিই তো প্রভু। তাকে স্মরে

বিশ্বাসী সহস্র প্রাণ, তার নামে জেগে ওঠে হায়

তামাম সৃষ্টিকূল। হে ক্ষুদ্র সত্বা কেন ভুল করে

তাঁকে ভুলে যাও? তাঁর অপার মহিমা দেখ নাই?

তিনি ছাড়া মানুষের কে আছে মাবুদ? তার তরে

গান গাও। তিনি ছাড়া আর কোন ঠিকানা তো নাই।

২১.১২.২০১৫

আলমগীর মুহাম্মদ সিরাজ

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১৭৫০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355033
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রবই আমাদের শেষ ঠিকানা,, সুন্দর লিখেছ ছোট
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ১২:১৭
294830
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কুরআনে আছে সবাইকে তার নিকটই প্রত্যাবর্তন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ বদ্দা। কতোদিন বদ্দা ডাকি না.......
355039
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫৬
শেখের পোলা লিখেছেন : বর্ণনা সুন্দর হয়েছে৷ সনেট হয়েছে কিনা আমার জানা নাই৷ আমি যতদূর জানি সনেটের প্রতি লাইনে ১৪ টি অক্ষর হয়৷ বেশী অক্ষরে হয়কিনা আমার জানা নাই৷ তা নাহলেও গদ্য কবিতা অবশ্যই হয়েছে৷ ধন্যবাদ৷
355058
২৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
355086
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ছোটদা ।
355165
২৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
355252
২৫ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৭
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
361277
০৪ মার্চ ২০১৬ সকাল ১১:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : হোক বা না হোক চেষ্টা তো করেছেন. এই চেষ্টাই আপনাকে অনেক নিয়ে যাবে. ব্লগে নিয়মিত হবেন
364543
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মাত্রা ঠিক থাকেনি-
তুমি দিকভ্রান্ত হয়ে যাও তবে অনুতপ্ত হৃদয়(১৯)
নিয়ে দুহাত তোলো, তুমি অশ্রু ঝরাও চোখে-(১৬)
সরল পথের দিশা পাবে, নিরাশা কখনো নয়।(১৮)


=======
তুমি দিকভ্রান্ত হয়ে যাও তবে তাপিত হৃদয়ে(১৮)
ক্ষমা চাও,উঠাও দুহাত,অশ্রু ঝরাও দুচোখে-(১৮)
সরল পথের দিশা পাবে, নিরাশা কখনো নয়।(১৮)
(সম্পাদিত)



ব্রহ্মাণ্ড শব্দটি এড়িয়ে চলা উত্তম, ওটাতে কিছু সমস্যা আছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File