স্বার্থান্ধ
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৫:০৩ সন্ধ্যা
নিঃস্বার্থ কী আছে পৃথিবীতে?
স্বার্থের শিকলে সবাই বন্দী
স্বার্থহীন কেউ ফুলও দেয় না
কেউ করে না কাদা ছুড়ার ফন্দি।
পরার্থে মন কাঁদে কার?
সবখানে আজ শুধু স্বার্থের দ্বন্দ্ব
স্বার্থের পৃথিবীতে বন্ধনও মিথ্যে
বিবেক আজ বোধহারা অন্ধ।
শান্তির পায়রা উড়ে আর কই?
সবখানে যতসব অযথা সন্ধি
স্বার্থ-শিকল হোক ভেঙ্গে খানখান
পৃথিবীটা হয়ে যাক পদ্মগন্ধি।
১০.১১.২০১৫
বিষয়: সাহিত্য
১৪৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পৃথিবীতে (পার্থিব)নিঃস্বার্থ মানুষ নেই- একথা স্বার্থপর ছাড়া অন্য কেউ ভাবতে পারেনা!!
বরং শুধুমাত্র পরকালীন স্বার্থে তথা কর্তব্যবোধে কাজ করে যাওয়া মানুষ পৃথিবীর অস্তিত্বের জন্যও অপরিহার্য!
বিপরীত দৃষ্টিতে বিশ্লেষণ করুন, হয়তো জবাব খুঁজে পেতেও পারেন!!
পৃথিবীতে নিঃস্বার্থ মানুষ নেই- একথা স্বার্থপর ছাড়া অন্য কেউ ভাবতে পারেনা!!
বরং শুধুমাত্র পরকালীন স্বার্থে তথা কর্তব্যবোধে কাজ করে যাওয়া মানুষ পৃথিবীর অস্তিত্বের জন্যও অপরিহার্য!
মন্তব্য করতে লগইন করুন