ব্লগকে কি আমরা ফেসবুকে পরিনত করছি?
লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৩:৩৮ সন্ধ্যা
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আর ব্লগ এক জিনিষ নয়।ফেসবুকে ব্যক্তির ফিলিংস সহ যৌক্তিক অযৌক্তিক সকল মতামতই আসতে পারে।কিন্তু ব্লগে এটি হতে পারেনা।হ্যাঁ এখানে যে কেউ তার স্বাধীন মতামত উপস্থাপন করতেই পারে।তবে তা যৌক্তিক ও তথ্য নির্ভর হতে হবে।ফেসবুকে যেমন কাদা ছোড়াছুড়ি করতে গিয়ে একে অপরকে গালিগালাজ করা হয় সেই প্লাটফর্ম কিন্তু এ ব্লগ নয়। আগে এ ব্লগেই অনেক প্রতিভাবান লেখক তথ্যসমৃদ্ধ লেখা উপহার দিতেন।কিন্তু এখন তারা এসব অযৌক্তিক লেখার চাপে পড়ে হারিয়ে গেছেন।
.
বিশেষ করে ফেবু বন্ধ হওয়ার পর ব্লগে তৎপরতা বেড়ে যায় এবং এ সমস্যার সৃষ্টি হয়।যা এ ব্লগের জন্য সুফল বয়ে আনবেধনা.
তাই এ বিষয়ে মডুলেটর ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কখনও কুইক মন্তব্যের চেয়েও ছোট!
অবস্হার পরিবর্তণ দরকার!!
মন্তব্য করতে লগইন করুন