শিরোনামহীন গল্প
লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ১৮ এপ্রিল, ২০১৬, ০৯:১৮:১৭ রাত
-চলুন না।ক্যাম্পাসের ঐ সবুজ চত্বরে গিয়ে একটু বসি।
-বসতাম।কিন্তু আমি শয়তানের ফাদকে ভয় করি।জানিনা কখন জড়িয়ে পড়ব তাতে।
-আপনি মেয়েদের এত ভয় করেন কেন?আপনি এত দুর্বল?
-এটা দুর্বলতা নয়।আমার সাবধানতা।কোন অসাবধানতার কারনে জীবনটাই ধ্বংস হয়ে যেতে পারে।
-আমরা কি পারিনা সুন্দর একটি জীবনের স্বপ্ন দেখতে? একটি পবিত্র প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারিনা?
-দেখুন,ইসলাম যা নিষেধ করেছে তা কখনই পবিত্র নয়
-আচ্ছা, আমরা একে অপরকে বিশ্বাস করতে পারিনা?
-বলুন আপনাকে আমি কিভাবে বিশ্বাস করি? আমার সাথে আপনি গল্প করছেন আর একটু পর অন্যের সাথে করবেননা এটা কিভাবে বিশ্বাস করি!
-বলবেন?খুব শুনতে ইচ্ছে করছে কি আপনাকে এত পাষাণ করেছে?
-পাষান কিনা জানি না।আমি মাজলুমের কান্না সইতে পারিনা।তবে আমি অসহায় কারন আমিও মাজলুম।আর ঐ কথা?আল্লাহর ভয় আমাকে পাথর বানিয়েছে আর আমি এ শিক্ষা পেয়েছি এক সংগঠন থেকে যার নাম শিবির
-জানি, যার কাছে যুবতীর সকল রুপ তুচ্ছ সেই যুবকই যৌবনের মর্যাদা বুঝে।আজ আর নয়।তবে একদিন রাতে কথা বলবই আপনার সাথে
দুবছর পর-
বাসর রাতে যুবকটির বুকে মাথা রেখে যুবতীটি হৃদয়ে জমিয়ে রাখা কথা গুলো বলছে।সেই রাতে তার শেষ কথা ছিল,দুবছর আগের বিকেলটিকে ক্ষমা করো।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন