প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৭

লিখেছেন লিখেছেন রাজাকারের কন্ঠস্বর ০৬ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:৩৬:১৬ রাত

শুরু করেছিলাম চল্লিশ বছর আগে,

অবশেষে হয়েছি আজকের 'আমরা'।

সহ্য করেছি শত্রুর শত আঘাত

সেগুলোকে স্রেফ ধুলার মত ঝেড়ে ফেলেছি।

বিশ্বাস করুন!!!

আমাদের চলতে হবে অনন্ত পথ,

ঘুনে ধরা সমাজকে বদলে দিতে।

আঘাতের দিকে নজর দেওয়ার সময় কোথায়?

ক্লান্তি এসে ভর করলে আমাদের সামনে ভেসে ওঠে মালেকের অবয়ব

আলস্য চেপে বসলে কড়া নাড়ে শহীদের আত্নারা

গান শোনায় সম্ভাব্য মহাবিপ্লবের

তবে আমরা থামব কিভাবে, কেন?

আমরা চলছি ঐশী আলোয় স্নাত পথে,

পথটা রক্তের লালিমায় উজ্জ্বল স্বমহিমায়।

চলছি বন্ধুর এ পথে আসন্ন মসৃন মুক্তির সন্ধানে।

যাত্রাপথে আমরা হারিয়েছি কিছু তাজা ফুল,

আজ তারা আমাদের প্রেরনা যোগায় স্বপ্ন হয়ে।

শহীদের প্রতিটি কফিন আমাদের প্রতিজ্ঞা,

যে প্রতিজ্ঞা স্থবিরতাকে নিঃশেষ করে।

তাদের প্রতিটি রক্তকণিকা আমাদের সম্পদ,

যে সম্পদের পুঁজিতে গড়া আমাদের এ কাফেলা।

যে কাফেলা বদর থেকে অসীমে বিস্তৃত

যার শেষ গন্তব্য ফেরদৌসের সিড়িতে

আমরা ছুটে চলেছি সেই সিড়ির অন্বেষায়।

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381754
০৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০১:৩২
কুয়েত থেকে লিখেছেন : আমাদের চলতেই হবে অনন্ত পথ,এই ঘুনে ধরা সমাজকে বদলে দিতেই হবে। অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে
382406
২৪ মার্চ ২০১৭ সকাল ০৭:৩৯
রাজাকারের কন্ঠস্বর লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File