লাল আবীরের সূর্য আনো

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২১ ডিসেম্বর, ২০১৫, ০৩:০৪:৫২ দুপুর



প্রবল শীতে কষ্টে আছে ফুটপাতের ঐ লোকটি

জড়োসড়ো হয়েই আছে মলিন কেমন মুখটি।

একটি পুরান জামাও কি প্রাপ্য নয় আজ তার

এভাবেই আর কতোটা দিন মানবতার হার?

ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, কথা ভরা দৃষ্টি

ওদের দেখে কারোর মনে হয় না মায়ার বৃষ্টি?

অগ্রগতির এই যুগে নেই তাদের অধিকার

তাদের বিজয় চুরি করে পকেট ভরে কার?

একটি জামা, একটু আহার এতেই এদের তুষ্টি

তাদের হয়ে তুলবে কে আজ প্রতিবাদের মুষ্ঠি?

বিদ্রোহী আজ ঘুমায় সুখে, কে দিবে হায় ডাক

সূপ্ত তরুণ এবার না হয় একটু তোরা জাগ।

লাল আবীরের সূর্য এনে ভরাও ওদের বুকটি

স্বাধীনতা, বিজয় পেয়ে হাসুক মলিন মুখটি।

সাম্য-ন্যায়ের বাতাস বয়ে মিথ্যা উড়ে যাক

দুঃখ সুখে সবাই সবার আপন হয়েই থাক।

২০.১২.২০১৫

আলমগীর মুহাম্মদ সিরাজ

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১৮১৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354841
২১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
কথা মালার গাঁথুনিতে
ডাক দিয়ে যায় কবি,
অন্ধকার দুর হয়ে দুর
উঠবে কবে রবি ।
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৫
294666
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর ছড়ায়, দারুণ কমেন্ট। খুশি হলাম, মুগ্ধ হলাম, অনেক ধন্যবাদ রইলোGood Luck Good Luck Good Luck
354853
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০০
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবা.
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৫
294667
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : খুশি হলাম, অনেক ধন্যবাদGood Luck Good Luck Good Luck Good Luck
354865
২১ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ কোথায় সব জানোয়ার!
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩০
294668
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখানে তেমন কেউ আর মানুষ নেই! বোধ হারিয়ে সবাই...
অনেক ধন্যবাদ রইলোGood Luck Good Luck Good Luck
354891
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১৩
শেখের পোলা লিখেছেন : সুন্দর অভিব্যাক্তি৷
আবির রঙে রাঙ্গিয়ে দিয়ে
কাজ হবেনা ভাই,
লাগবে ওদের মানবতা চলুন
সেটাই নিয়ে যাই৷
২১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩১
294669
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সেটাই। রাঙা সুর্যেরও দরকার আছে। একটু হলেও শীত কমবে! অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্যGood Luck Good Luck Good Luck Good Luck
354954
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হতাশার বাণী বাদ দিয়ে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে তাদের জন্য কিছু করা যায়, সেটাই অধিক কল্যাণকর।
২২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৮
294826
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সেটাই! অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck
364542
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
সাম্য-ন্যায়ের বাতাস বয়ে মিথ্যা উড়ে যাক
দুঃখ সুখে সবাই সবার আপন হয়েই থাক।

কবির দোয়ায় "আমীন, আমীন"-
কবুল হয়ে যাক!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File