টিপবে তোমার চোখ?

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৫:৫৬ রাত

(অনেক দিন ছড়া লেখা হয় না, ভুলেই গেলাম মনে হয়)

যদি ইচ্ছে করে

তোমার দিকে

শুধুই চেয়ে থাকি

তুমি লজ্জা পেয়ে

উড়না টেনে

মুখটা দিবে ঢাকি?

নাকি দুষ্ট মেয়ে

উঠবে হয়ে

করবে নানান ঢঙ,

নাকি মনটা চুরি

করবে আমার

ছিটিয়ে প্রেমের রঙ?

Winking Winking Winking

যদি পথ হারিয়ে

তোমার পিছু

হাঁটতে শুধু থাকি

তুমি রিক্সা নিয়ে

পালিয়ে যাবে

আমায় দিয়ে ফাঁকি?

নাকি হাঁটতে শুধু

থাকবে তুমি

পথ হবে না শেষ,

আমায় তুমি

পাগল করে

নিবে নিরুদ্দেশ?

Winking Winking Winking

যদি চলতে পথে

দেখতে তোমায়

প্রতিটা দিন আসি

তুমি তখন

আমায় দেখে

দিবে মুচকি হাসি?

নাকি রেগে গিয়ে

কটমটিয়ে

ভেংচি দিবে মুখ,

নাকি হেসে হেসে

হঠাৎ করে

টিপবে তোমার চোখ?

১৮.১২.২০১৫

আলমগীর মুহাম্মদ সিরাজ

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১৭০৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354573
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৪৮
শেখের পোলা লিখেছেন : চমৎকার হয়েছে৷চালিয়ে যান৷
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৪
294501
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই তেমন চলে না আর
354579
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ০২:১৪
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৪
294502
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ রইলোGood Luck Good Luck
354599
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সকালে নাস্তার টেবিলে এমন মধুমিশ্রিত দু'একটা ছড়া থাকলে মন্দ হয়না Happy খুনসুটিভরা কাব্যগুলো দেহ-মন দুটোকেই আন্দোলিত করে তোলে। কবিকে শুভেচ্ছা।
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৫
294503
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই কিসিমের আরো কিছু ছড়া আছে আমার, এগুলোর নাম দুষ্ট ছড়া দেওযা যায়। মনের দুষ্টমি থেকেই শুধু লিখি। অনেক ধন্যবাদ আপনাকে ‍সুন্দর কমেন্টের জন্যGood Luck Good Luck Good Luck Good Luck
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২১
302379
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
"দুষ্টু ছড়া" নাম হিসেবে মন্দ হবেনা, বই ছাপিয়ে ফেলুন!
354610
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটা ছড়া না শর্করা!!
১৯ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৫
294504
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শর্করা হলে কি হবে?
355736
৩০ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবি সাহেব, শুধু চোখ চিমটি কাটা নয়, আরো অনেক কিছু করবে! সো, তৈরি হয়ে নিন, বাটানি খাওয়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File