হেব্বি হেব্বি নাইস
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৮ ডিসেম্বর, ২০১৫, ১০:১২:৫৮ রাত
মাথায় পড়েছিস্ হিজাব তুই
গিঁড়ার উপর টাইস
ভাবছিস্ বুঝি লাগছে তোকে
হেব্বি হেব্বি নাইস।
-
ঠ্যাং দুইটা তোর লাগছে যেনো
শয়তানেরি লাঠি
ফ্যাশন এতো করলে-ও যে
অঙ্গ হবে মাটি।
-
কানে লাগিয়ে মুঠোফোন
বলিস্ হ্যালো গাইস
ফাস্টফুডের খানা শেষে
ভাতকে বলিস রাইস।
-
মুসলিম হয়ে ভুলে গিয়ে
পাশ্চাত্যের ঢং ধরিস্
ক্যাট ওয়াকিং করে কন্যা
টিজ বিপদে পড়িস।
-
ওড়না ছাড়া এলোচুলে
জিন্স গেঞ্জি গায়ে
লাজ শরমের মাথা খেয়ে
উড়িস রঙ্গিন বায়ে।
-
নারীর সুন্দর কিসে জানিস
শালীন চলাফেরায়
লজ্জা নারীর ভূষন জানিস
সুন্দর যে এই ধরায়।
-
আল্লাহ্ তা'লার সুন্দর সৃষ্টি
পুরুষ এবং নারী
আলগা বেশভূষা চাল-চলন
লাগে বলি-হারী।
-
নারী ক্যান পুরুষের মতো
পালন করিস সুন্নত
টাইস পড়ে পা সাজিয়ে
আনিস টেনে লান্নত।
-
নারী তুই এমনিতে স্মার্ট
শাড়ি কি থ্রি-পিচে
পুরুষের বেশ ধরে ক্যান যে
দৌঁড়িস্ ফ্যাশন পিছে।
-
শালীন পোশাক পড়লে তবে
থাকবি নিরাপদে
সম্মান নিয়ে বাঁচবি মেয়ে
সম্মান পদে পদে।
উৎসর্গ: আমার ডারলিংকে
বিষয়: বিবিধ
১৯৯৭ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন দিকের অধিকার উপরের নাকি নিচের
আপনার ডারলিং বোধহয় এখনো দেখেনি
ধন্যবাদ আপনাকে।
উৎসর্গ দেখে আমি টাসকি খাইলাম
মন্তব্য করতে লগইন করুন