অপারেশন সাকসেস ফুল!
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫১:৫২ রাত
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, অপারেশন কেমন হলো?
ডাক্তার সাহেব: অপারেশন সাকসেস ফুল হয়েছে।
আলহামদুলিল্লাহ!
এই চল আজকে অপারেশনটি করতেই হবে?
পরের দিন: কি রে! অপারেশনের খবর কি?
অপারেশন সাকসেস ফুল হয়েছে।
কামাল নামে ঐ লোকের বাসায় অনেক টাকা আছে অপারেশন করতে হবে।
পরের দিন: অপারেশনের খবর কি?
অনেক টাকা পাইছি হাহাহা
এই অপারেশন কথাটিকে মানুষ কত ভাবেই ব্যাবহার করে এবং কত রং এর।
/ডাক্তার রুগি বাচাতে অপারেশন করে।
/চোর চুরি করতে অপারেশন করে।
/ডাকাত ডাকাতি করতে অপারেশন করে।
/এলাকার ছেলেরা গাছের ফল পারতে অপারেশন করে।
/কাউকে পিটাবে সেখানেও অপারেশন।
অনেক ভাবেই এই অপারেশন শব্দটি ব্যাবহার করা যায়।
ঠিক তেমনি জিকির শব্দটিও অনেক ভাবেই ব্যাবহার করা যায়। জিকির মানে গোল হয়ে বসে আল্লাহ-আল্লাহ-আল্লাহ বলা নয়।
আল্লাহ সুবহানুহুতাআলা বলেন:
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়।
আল্লাহ ও তার রসুল (সা) এর কোন কথা কাজ আপনার সামনে আসলে আপনি তাদের কথা বাদ দিয়ে অন্য কোন কারো কথাকে মানতে পারবেন না। এখানে জিকির হচ্ছে আপনি এরকম ইখতিলাফ বিষয়ে আল্লাহ ও তার রসুল (সা) এর কথাকে আকড়ে ধরবেন। আর এটাই জিকির।
ধরুন রাস্তা দিয়ে একজন সুন্দরি হেটে যাচ্ছে। এখন আপনি তার দিতে একবার হঠাৎ তাকিয়েছেন পরক্ষনে আপনি কি করবেন?
আল্লাহ বলেন:
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
এখন আপনার জন্য জিকির হচ্ছে ঐ নারীর দিকে না তাকানো। কেননা এটাই আপনার জন্য ঐ স্থানের উত্তম জিকির।
এভাবেই জিকির অনেক ভাবে, স্থানে, অবস্থানে, ক্ষেত্রবিশেষে, পরিবর্তন হতেই থাকবে। তবে প্রশ্ন হচ্ছে কোরআন ও হাদীসের সেই জিকির গুলো সম্মন্ধ্যে আপনার জ্ঞান আছে কি? জ্ঞান না থাকলে আপনার কোন দাম নাই। অতএব, জ্ঞান অর্জন করুন এটাই আপনার জন্য একটি জিকির।
বেশি বাড়তে যাবো না এতে অধয্যতা বাড়বে। আমার পীরসাহবে মানুষের দিকে নজর রাখতে বলেছেন যেন মানুষ লেকচার শুনে বিরক্ত না হয়।
মুরীদ হতে চাইলে যোগাযোগ করুন।
বিষয়: বিবিধ
১৭৮৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমন : Operation Searchlight
আমার মুরীদ ও মুরীদনী একই পীরের।
শুধু মসজিদের কোনে বসে আ্ল্লাহ আল্লাহ করার নাম জিকির না, সকাল থেকে সন্ধা অবদি সারাদিন আমরা নানান কাজে ব্যস্ত থাকি, ঐ ব্যস্ততাই যদি আল্লাহ ও রাসূলের দেখানো পথে হয়ে থাকে তাহলেই ঐটাই হবে জিকির ও উত্তম ইবাদত।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন