তিন "ফানার" দলিল

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৯ অক্টোবর, ২০১৫, ১২:৩৫:৪১ দুপুর

মুরীদ হইয়া আপনি যখন এস্কে ডুবুহাবু খবেন তখন আপনাকে তিনটি ফানা রপ্ত করতে হবে।

এই ফানার দলিল চাবেন না। কেননা কোরআন বা হাদীসে এই ফানার কোন দলিল নাই। তবে আমার পীরসাহেব মরার আগে এই ফানা বুজুর্গগণের হালতে বর্ণনা করেছেন।

সতর্ক মুসলিম না মানলেই ভালো । তবে মূর্খ মুসলিমরা অন্ধভাবে মানতে পারেন।





ফানাফিশপীর এর বয়ান। আমার সাথে ফানা হতে চাইলে গামছা ধরে মুরীদ হউন।





ফানাফিররসুল এর দলিল আমার মরাপীর সাহেব।





শেষ মেষ ফানাফিল্লাহ বা বান্দা আল্লাহর অস্থিস্তে এক হয়ে যাওয়া। বান্দা ও আল্লাহর মাঝে কোন পার্থক্য না থাকা।

যা স্পষ্ট কুফরি হলেও বুজুর্গদের জন্য জায়েজ!!

হো ফানা জ'ত মে কে তু নারাহে,

তেরি হাছতি কি রং ও বু নারাহে।

মানে: মাওলার জাতের মধ্যে এরুপ লয় হইয়া যাও যেন তুমি না থাক এবং তোমার অজুদের রং ও বাস গন্ধ যেন না থাকে।

তু দরূ গোম শো বেছাল ইনাস্ত ও বস্,

গোম শোদান গোম কুন কামাল ইনাস্তা ও বস্।

মানে: তুমি মাওলার ভিতরে লোপ হইয়া যাও। বাছা ইহাকেই বলে ফানা ফিল্লাহ, ইহাতেই হয় দীদারে আল্লাহ।

আশেক মাশুক এস্কে এলাহী-মরা পীরসাহেব চর্মণাই মোহাম্মাদ এসহাক (রহ)।

বিষয়: বিবিধ

১৭৮৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346340
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৫
মুসলমান লিখেছেন : যারা এসবের দলিল চায় তারা হয় ওহাবী নয়তো লা-মাযহাবী। এসবের দলিল চাওয়া যাবে না।
১৯ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৩৮
287441
জ্ঞানের কথা লিখেছেন : দলিল জানলেই তো দলিল দিবেন? তাই না? বুজুর্গানে দিন হচ্ছে দলিল।
আপনাকে বললাম আমার মুরীদ হতে! শুনলেন না!
346377
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : শুরু হইল ফানা দিয়া শেষ হইল ফানা দিয়া! পুরো ঘটনা ফানায় ফানায় একাকার! এভাবে ফানা হইবার জন্য তো দুনিয়াতে আসিনি! আপনার পীর সাহেব কার জন্য ফানা হয়েছিল সেটা কিন্তু বলেন নি।
১৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৮
287522
জ্ঞানের কথা লিখেছেন : পানা চাই পীরসাহেব পানা। আমার পীর ফানা হননাই, তিনি আলোর পথ দেখিয়েছেন। তবে গদ্দিনশিন পীরসাহেব ফানা হয়েছেন।
346382
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : "তেরা হুসনো রহে মেরা ইসক রহে,
তো এ সুবহো শাম রহে না রহে"৷
ভাই আর সময় নষ্ট করতে চাইনা, গামছা খান আগাইয়া দেন ফানা ফিল গদ্দী হইয়া যাই৷
১৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৫০
287524
জ্ঞানের কথা লিখেছেন : এইতো আমার একজন মুরিদ বাড়লো। স্বাগতম স্বাগতম আপনার জন্য কোন চার্জ নেই পুরোই ফ্রি আজীবনের জন্য।
গামছাটি ভেজা শুকালে নিয়ে আসবো।
346430
১৯ অক্টোবর ২০১৫ রাত ১০:৫৫
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার জ্ঞানের কথা যদিও অ, আ, ক, খ থেকে শুরু করেছেন তাও বুঝি না কেন মাথার উপর দিয়ে যায় Whew!
১৯ অক্টোবর ২০১৫ রাত ১১:৫২
287525
জ্ঞানের কথা লিখেছেন : এগুলো পীরমুরিদি সিনায় সিনায় কথাবার্তা। এগুলো রপ্ত করা চারটিখানি কথা নয়। আমার মুরীদনি হলে আস্তে আস্তে শিখিয়ে দিব। তখন সহজ হয়ে যাবে।
২০ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
287641
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমারও একই অবস্হা। কি পড়লাম কিছুই বুঝলামনা।
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৫:২৮
287733
বৃত্তের বাইরে লিখেছেন : পীরের মুরিদনী না হয়ে আপনার হতে হবে কেন? তার মানে বলতে চাইছেন আপনার চর্মনাই পীর ভণ্ড পীর!Surprised
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৪
287744
জ্ঞানের কথা লিখেছেন : আমি সিলসিলা পেয়েছি। আমি নিজেও একজন পীর। তাই আমার মুরীদনি হওয়া মানেই আমার পীরের মুরদনী হয়ে যাওয়া।

আমার পীর ভন্ড! কথাটি কি বললেন!

মুরদনী হতে চাইলে বলুন।
২২ অক্টোবর ২০১৫ রাত ১২:৪০
287890
বৃত্তের বাইরে লিখেছেন : প্রথমে আপনার, এরপর আসল পীরের মুরিদ! কাজ নেই,হিন্দী সিরিয়ালের মত অনেক লম্বা প্রসেস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File