টুডে ব্লগের দাম কত!
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৫ নভেম্বর, ২০১৫, ০২:৩৫:৩১ দুপুর
টুডে ব্লগ আপনাদের অনেক প্রিয় একটি প্লাটফর্ম লেখালেখি ও কমেন্টস করার জন্য। এই ব্লগ আমার ও ভালো লাগে কেননা আমার পীরসাহেবের ব্লগটি পছন্দের একটি স্থান দখল করেছে, কেননা এখানে মুসলিম ভাই-বোনরা সঠিক তথ্যকে গ্রহন করে। এক্সেপশন কিছু ব্লগার ব্যাতিত।
আমার পীরসাহেব জানতে চান ”টুডে ব্লগের দাম কত!”
ভয় পাবেন না, এর মানে এই নয় আপনার লেখালেখি বন্ধ! আপনি আগের মতই লিখবেন। কোন সমস্যা হলে পীরসাহেব আপনাদের উদ্ধা করবেন।
টুডে ব্লগের দাম কত! এটা জানার আগে একটি গল্প শুনুন তা নাহলে মজা পাবেন না।
হংকং এ এক খৃষ্টান বাস করত। সে খৃষ্টান হলে কি হবে! প্রচার ইসলাম বিদ্দেষী। সব সময় ফাক ফোকর খোজে কিভাবে ইসলামকে হেয় করা যায়।
ভাগ্য ক্রমে তার এক মুসলিমের সাথে দেখা হয়। সেই মুসলিম হচ্ছেন তার পাশের ফ্লাটের। মুসলিম একজন আলেমও বটে তাই এই খৃষ্টানের প্রশ্নত্তর দিতে এত বেশি কষ্ট করতে হয় না।
একদিন খৃষ্টান কোরআনের একটি আয়াত পড়লো সেই আয়াতটি হচ্ছে:
وَلَقَدْ جِئْنَاهُم بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَى عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ আর আমি তো তাদের নিকট এমন কিতাব নিয়ে এসেছি, যা আমি জ্ঞানের ভিত্তিতে বিস্তারিত বর্ণনা করেছি। তা হিদায়াত ও রহমতস্বরূপ এমন জাতির জন্য, যারা ঈমান রাখে। (আ’রাফ-৫২)
খৃষ্টান ঐ মুসলিমকে ধরবে বলে সে এই আয়াতটি পেয়ে বড়ই খুশি হয়ে গেল। রাজার মতো হাটতে হাটতে চলে গেল আলেমের বাসায়। গিয়ে দরজায় নক করল।
আলেম সাহেব ভিতর থেকে দরজা খুললেন। আর তাকে স্বাগতম জানালেন। ভিতরে এসে সে বসলো।
খৃষ্টান জিজ্ঞাসা করলো: আমার একটা প্রশ্ন আছে এর উত্তর দিতে হবে।
আলেম সাহেব বললো: কি প্রশ্ন! আপনার তো প্রশ্নর শেষ নেই?
খৃষ্টান আলেম সাহেবকে বলল, আপনি তো কোরআনের সব কিছু বিশ্বাস করেন! তাই নয় কি?
আলেম সাহেব জোরে উত্তর দিলেন: হ্যাঁ অবশ্যই সকল কিছু এমনকি জের জবর পেশ সব বিশ্বাস করি।
খৃষ্টান তখন আলেম সাহেব কে বলল: আপনি সত্যি বলছেন তো? চিন্তা করে বলুন কেননা এর উপর আমার প্রশ্ন? হবে।
আলেম সাহেব বললেন : হ্যাঁ আমি সত্যি বলছি। আপনি প্রশ্ন করুন।
খৃষ্টান আলেম সাহেবকে কোরআনে উপরক্ত আয়াত দেখালেন। ও বললেন, এখানে আল্লাহ বলেছেন, তিনি কোরআনে সবকিছু বর্ননা করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার হাতের এই মোবাইলটির দাম কত ও এর ওজন কত তা আমাকে কোরআনের আয়াত দারা বলে দিন।
আলেম সাহেব ভাবলেন এ কি প্রশ্ন! একটু চিন্তা করে বললেন, আপনার ফোনটি আমাকে দিন।
খৃষ্টান ফোনটি দিল। আলেম সাহেব ওর ব্যাক কাভারে কোম্পানির একটি নাম্বার পেলেন।
নাম্বারটিতে আলেম সাহেব ফোন দিলেন।
ওপাশথেকে কোম্পানির রিপ্রেজেনটেটিভ উত্তর দিলেন।
আলেম সাহেব জিজ্ঞাসা করলেন:
ফোনটির দাম কত? আর এর ওজন কত?
উত্তর আসল: দাম ১০,০০০ হংকং ডলার ও ওজন ৭ গ্রাম।
আলেম সাহেব বললেন: তোমার মোবাইলের দাম ১০,০০০ হংকং ডলার ও ওজন ৭ গ্রাম। এখন খুশি!
খৃষ্টান জিজ্ঞাসা করলো: আমি তো কোরাআনের আয়াত দিয়ে বের করতে বলেছি?
আলেম সাহেব মুচকি হেসে বললেন: আমি কোরাআন থেকেই বের করেছি। আপনি কি এই আয়াতটি পড়েন নাই?
فَاسْأَلُواْ أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لاَ تَعْلَمُونَ অতএব তোমরা যদি না জান তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস কর।(২১/৭)
আমি কোরআনের আয়াতের অনুসরণ করেই জ্ঞানিকেই জিজ্ঞাসা করেছি।
খৃষ্টান বেচার একদম বরফ মুর্তি হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল নেক্সট প্রশ্ন বের করার জন্য।
যাক--------অনেক গল্প হল। এবার আপনারাই বলুন “টুডে ব্লগের দাম কত!”
আমার পীর সাহেব এটি কিনতে চায়। কেনার পর নাস্তিক গুলোকে ঝাড়ু পিটা দিতে চান। আপনারা হেল্প করুন।
বিষয়: বিবিধ
১৭৬৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুঃখিত! আপনার রসাত্মক ব্যঙ্গখানা অনুধাবনের মত পর্যাপ্ত সময় টুডেব্লগ কর্তৃপক্ষের হাতে নাই!!
আগামী ১৯১৪ সনের আগে যোগাযোগ করতে পারেন!!
নাস্তিকতা একটা প্রকৃতি বিরুদ্ধ মানসিক বিকলাঙ্গতা। এ'টা হয়ত আল্লাহর পরীক্ষা আপনার জন্য। তার বান্দা বুদ্ধি ও চিন্তায় নাস্তিকতার ধ্যান ধারণা থেকে কত উন্নত শিখরে যেতে পারে।
তো,দাম জিগায়া পীরে ঝামেলায় ফেলেন ক্যারে?
তবে, 'জানা'র প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি করবে সুন্দর শিক্ষণীয় ঘটনা!
ধন্যবাদ!!
নিজেই পীর হতে চাচ্ছি আমার মুরীদ হয়ে যান।
নাস্তিক থাকা ভাল । ওরা না থাকলে আপনি এখানে লিখতেন না । সেদিন মুক্তমনা ব্লগে এক নাস্তিকের আল্লাহ এবং কুরআন নিয়ে অনেক প্রশ্ন দেখলাম । তখন ডা জাকির নায়েকের কথা মনে হল তিনি বলেন "যারা বিজ্ঞানী তারা কখনো নাস্তিক হয় না , নাস্তিক হয় তারা বিজ্ঞানের ২ পৃষ্ঠা পড়ে"
আর আমরা যারা নিজেদের কে খুব ইসলামী পন্ডিত মনে করি আমাদের জ্ঞানের পরিধীও খুব কম..........
নাস্তিক গুল যদি এমন হত যে তারা নিজেরা নাস্তিক ব্যাস! তাহলে কোন কথাই নেই। কিন্তু এরাত শুধু ইসলামের কুৎসা গাইতে ব্যাস্ত। এজন্য এদেরকে ধরা যুক্তিযুক্ত।
হ্যাঁ আমাদের মুসলিমদের (বর্তমানের) অনেকেই মডারেট মুসলিম এজন্য বিরাট সমস্যা।
বলুন মোহরানা কত দিতে হবে?
http://www.bdfirst.net/newsdetail/detail/31/173571
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন