গল্পে গল্পে শিক্ষা-ঙ

লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৫ জুন, ২০১৬, ০৮:৩৬:১৮ সকাল





আমার পীর সাহেবের আর একটি কারামত:

মাওলানা মুহাম্মাদ আবদুল হাই বাদল (ইমাম কান্দা জামে মসজিদ) বলেন, ছিলিকোট ঈদগাহ ময়দানে একটি বড় ইসলামী সম্মেলন হচ্ছিল। এই সম্মেলনে তখন বড় হুযুর বয়ান করছিলেন। তিনি বক্তৃতারত অবস্থায় হঠাৎ উত্তরদিক থেকে ঝড় তুফানসহ বৃষ্টি শুরু হয়।

তখন হুযুর বললেন, আপনারা কেউ যাবেন না। নিজ নিজ জায়গায় বসে থাকুন।

ঐ মুহুর্তে আমরা কয়েকজন সামিয়ানার বাইরে ছিলাম। আমি উত্তরদিকের আকাশের দিকে তাকিয়ে দেখি উত্তরদিকে থেকে বাতাস ও বৃষ্টি খুব ভয়ানক ঝড় হয়ে আসছিলো।

কিন্তু সামিয়ানা থেকে কিছু দূরে থাকতেই দু'ভাগ হয়ে এক ভাগ পূর্বদিকে আর একভাগ পশ্চিমদিকে চয়ে যায়


[তথ্যসুত্র: আমার পীরসাব, দেওবান্দী হানাফি]

@@@@

ফায়েদা:

১) পীরের মুরীদ হলে আশ্চর্য মাপের কাজকাম দেখা যায়।

২) পীর সাহেবের কারামত দেখতে গিয়ে মুরীদের কারামত প্রকাশ পায়।

৩) আইলা, সিডর এগুলো তাড়ানোর চেষ্টা করা যেতে পারে পীর সাহেবের মাধ্যমে। এতে মুরীদ বাড়বে।

৪) ঝড় তুফান পীরসাহেবকে দেখলে অন্য দিকে চলে যায়।

দেশের জনগন ও সরাকর একদম বোকা ও মূর্খ। এত ঝড় ঝাপটা হচ্ছে, আমার পীরসাহেবকে ডেকে একটু বললেই তিনি ঝড় ঝাপটা গুলোকে ইন্ডিয়া বা মায়ানমারে দিকে পাঠায়ে দেয়!

মূর্খ জনগন ও মূর্খ সরকার জ্ঞানের কথা বুঝবে কি করে?!?


বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372002
১৫ জুন ২০১৬ সকাল ০৮:৪৮
রাশেদ বিন জাফর লিখেছেন : ভালো লাগলো
১৫ জুন ২০১৬ দুপুর ০২:১১
308802
জ্ঞানের কথা লিখেছেন : বেশ, তাহলে আমার পীরের মুরীদ হয়ে যান।
372004
১৫ জুন ২০১৬ সকাল ১০:১৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার জৈনিক মুরীদ বিদেশ মুল্লুকে গিয়া বিদ্যা অর্জনের পরিবর্তে গঞ্জিকা সেবনকারীদের আড্ডায় মশগুল হওনের কারণে মুই তাৎক্ষণিক হেই মুরিদের উপর অসন্তুষ্ঠু হইয়া মদের গ্লাসের বিত্রেই কেরামত জাহির করিলুম। গায়েবী নেটওয়ার্কের মাধ্যমে মুরিদের মদের গ্লাসের বিত্রেই মুই হাজির হইয়া মুরিদকে গঞ্জিকা সেবনে নিবৃত করিলুম! অহনো কি আপ্নেগো বুঝার বাকী আছে মুই কত্তোবড় পীরান-এ পীর! মুই খিলাফত দেওনের যোগ্য কাউরে পাচ্ছিলুম নে। আন্নেরে মুই আমন্ত্রণ জানাচ্ছি মোর কাছ থেইক্যা ভিক্ষা নিয়া! তুক্কু ধিক্কার নিয়া!! তুক্কু দীক্ষা নিয়া খিলাফত হাসিলের জন্য।
১৫ জুন ২০১৬ দুপুর ০২:১২
308803
জ্ঞানের কথা লিখেছেন : এটি তো আমার পীরকেও হার মানানোর মতো! আমি আপনার মুরীদ হতে চাই। বানাবেন?
372005
১৫ জুন ২০১৬ সকাল ১০:২১
১৫ জুন ২০১৬ দুপুর ০২:১৭
308804
জ্ঞানের কথা লিখেছেন : হেসে লাভ কি? আমার পীরের মুরীদ হয়ে যান।
372024
১৫ জুন ২০১৬ সকাল ১১:৪৬
মোস্তাফিজুর রহমান লিখেছেন : এমন মারত্নক ক্ষমতার অধিকারী পীরদের বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।
১৫ জুন ২০১৬ দুপুর ০২:১৮
308805
জ্ঞানের কথা লিখেছেন : মুখ সামলে কথা বলুন! আমার পীর নিয়ে কিছু বললে খুব খারাপ হবে। মুরীদ হয়ে যান সেটা বেশি ভালো।
372025
১৫ জুন ২০১৬ দুপুর ১২:১৬
নেহায়েৎ লিখেছেন : চট্টগ্রামে এতা পীর থাকতেও কতসালে যেন সম্ভবত ৯৪ সালে ঝড়ে কতো মানুষ যেন মারা গেছিল?!?
তখন পীরদের কারামত কই আছিল? পড়েছি কোন কোন পীর আল্লাহর কাছ থেকে মানুষের জান ছিনিয়ে আনতে পারে!(নাউজুবিল্লাহ)
১৫ জুন ২০১৬ দুপুর ০২:১৯
308806
জ্ঞানের কথা লিখেছেন : ঐ ঝড়টি ছিলো আকস্বিক! তাই কারামত প্রজোয্য নয়। তবে জান ছিনিয়ে আনা আমার পীরের দাদা পীরের বাম হাতের কাজ।
372045
১৫ জুন ২০১৬ দুপুর ০৩:৩৯
আফরা লিখেছেন : ওরে বাবা -------আপনার পীর তাহলে অনেক শক্তিশালি । কিন্তু আজরাইল যেদিন আসবে সেদিন কোন পীরগিরি চলবে না ।
১৫ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
308841
জ্ঞানের কথা লিখেছেন : আপনি বুদ্ধিমতি! এজন্য আপনাকে মুরিদনী হতে বললাম কিন্তু আপনি নাখোশ! আজরাইলের সাথে আমার পীরের যোগাযোগ আছে মনে হয়।
372075
১৫ জুন ২০১৬ রাত ০৮:৩০
শেখের পোলা লিখেছেন : পীরগণের এত্ত এত্ত কারামত দেখে আমি দিশেহারা। কার পাগড়ী যে ধরুম তা ঠিক করবার পারতাছি না।
১৬ জুন ২০১৬ সকাল ০৬:০৩
308904
জ্ঞানের কথা লিখেছেন : আপনারটি আমি ধরি!? কি বলেন পীর সাহেব!
১৬ জুন ২০১৬ সকাল ১০:১৪
308917
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : পাগড়ী ধরনের চিন্তা বাদ দেন। আপাততে লেজ ধইরা উল্টা টান মারেন। দেইখবেন তখন থর থর করে কেরামতি জাহির হচ্ছে!!!
১৬ জুন ২০১৬ সকাল ১০:৩৭
308921
জ্ঞানের কথা লিখেছেন : লেজের কারামতি! পীরের মান সম্মান আপনি শেষ করতে চান!
372215
১৭ জুন ২০১৬ রাত ১২:৫৫
অনীদ্র বাঙ্গালী লিখেছেন : এই ঘটনা যারা বিশ্বাস করবে তারা ১০দিনের মধ্যে ভাল সু'সংবাদ পাবে। আর যারা বিশ্বাস করবে না তারা সদর ঘাঁটের কুলি হপে।
১৭ জুন ২০১৬ রাত ০১:২৪
309021
জ্ঞানের কথা লিখেছেন : আপনি আমার পীর। কি দারুন কিয়াসই না করলেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File