গল্পে গল্পে শিক্ষা-ঙ
লিখেছেন লিখেছেন জ্ঞানের কথা ১৫ জুন, ২০১৬, ০৮:৩৬:১৮ সকাল
আমার পীর সাহেবের আর একটি কারামত:
মাওলানা মুহাম্মাদ আবদুল হাই বাদল (ইমাম কান্দা জামে মসজিদ) বলেন, ছিলিকোট ঈদগাহ ময়দানে একটি বড় ইসলামী সম্মেলন হচ্ছিল। এই সম্মেলনে তখন বড় হুযুর বয়ান করছিলেন। তিনি বক্তৃতারত অবস্থায় হঠাৎ উত্তরদিক থেকে ঝড় তুফানসহ বৃষ্টি শুরু হয়।
তখন হুযুর বললেন, আপনারা কেউ যাবেন না। নিজ নিজ জায়গায় বসে থাকুন।
ঐ মুহুর্তে আমরা কয়েকজন সামিয়ানার বাইরে ছিলাম। আমি উত্তরদিকের আকাশের দিকে তাকিয়ে দেখি উত্তরদিকে থেকে বাতাস ও বৃষ্টি খুব ভয়ানক ঝড় হয়ে আসছিলো।
কিন্তু সামিয়ানা থেকে কিছু দূরে থাকতেই দু'ভাগ হয়ে এক ভাগ পূর্বদিকে আর একভাগ পশ্চিমদিকে চয়ে যায়।
[তথ্যসুত্র: আমার পীরসাব, দেওবান্দী হানাফি]
@@@@
ফায়েদা:
১) পীরের মুরীদ হলে আশ্চর্য মাপের কাজকাম দেখা যায়।
২) পীর সাহেবের কারামত দেখতে গিয়ে মুরীদের কারামত প্রকাশ পায়।
৩) আইলা, সিডর এগুলো তাড়ানোর চেষ্টা করা যেতে পারে পীর সাহেবের মাধ্যমে। এতে মুরীদ বাড়বে।
৪) ঝড় তুফান পীরসাহেবকে দেখলে অন্য দিকে চলে যায়।
দেশের জনগন ও সরাকর একদম বোকা ও মূর্খ। এত ঝড় ঝাপটা হচ্ছে, আমার পীরসাহেবকে ডেকে একটু বললেই তিনি ঝড় ঝাপটা গুলোকে ইন্ডিয়া বা মায়ানমারে দিকে পাঠায়ে দেয়!
মূর্খ জনগন ও মূর্খ সরকার জ্ঞানের কথা বুঝবে কি করে?!?
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তখন পীরদের কারামত কই আছিল? পড়েছি কোন কোন পীর আল্লাহর কাছ থেকে মানুষের জান ছিনিয়ে আনতে পারে!(নাউজুবিল্লাহ)
মন্তব্য করতে লগইন করুন