টাপুরটুপুর টুপ
লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৮ মে, ২০১৬, ১২:৩৬:০১ দুপুর
টাপুরটুপুর টাপুরটুপুর
টাপুরটুপুর টুপ,
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
সুয্যিমামা চুপ।
.
শন শন শন বয়ে যায়
উথালপাথাল হাওয়া,
এমন দিনে জমবে ভালো
খিচুড়িটা খাওয়া।
.
ভর্তা, আচার, ইলিশ দিয়ে
গপ গপাগপ গুপ,
হাপুস হুপুস হাপুস হুপুস
হাপুস হুপুস হুপ।
.
জিভে যদি আসে তোমার
অথৈ বানের পানি,
আমায় কিন্তু দিওনা কেউ
কটমটে চোখ রাঙানি।
ভাইইইইয়া ও আপপপপুরা, একটু পরে আমমমার উপপপর স্টিম রোলললার চলবে এর আগেই আপনারররা কুবিতাটি পড়ড়ড়ে নিন
বিষয়: বিবিধ
১৫৬৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাতু আপপপপি একটু পড়েই এসে আমমমাকে স্টিম রোলার চালাববববে
মন্তব্য করতে লগইন করুন