আলো ছড়াও মনে 
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৩ অক্টোবর, ২০১৫, ০৮:০৩:৫০ সকাল
মানুষ হলে আলো ছড়াও
আঁধার দূরে ঠেলে
জীবন তোমার আলোয় ভরবে
আলোই যাবে খেলে।
শুদ্ধ পথের পথিক হয়ে
আলোয় ভরো ভূবন
ধরায় তোমার কষ্ট হলেও
সুন্দর পরের জীবন।
সত্যের আলো ছড়াও মানুষ
মনের আলো বাড়াও
আঁধার ভূবন আলো করতে
আলো হয়ে দাঁড়াও।
দিনে দিনে মানুষগুলো
হারাচ্ছে যে দিশা
অসৎ পথে যাচ্ছে মানুষ
ধরছে মরণ নেশা।
টাকার গরম আছে যাদের
মদ খেয়ে হয় মাতাল
মৌজ মাস্তি রাতের বেলাতে
আঁধার মনের চাতাল।
যেমন ইচ্ছে তেমন চলছে
টাকার গরম দেখায়
আলোর পথটি ছেড়ে তারা
আঁধারে নাম লেখায়।
তোমার মাঝে আলো আছে
ছড়াও তাদের মাঝে
বাঁধা হয়ে দাঁড়াও পথিক
তাদের অসৎ কাজে।
সাহস তোমার আছে বুকে
ভয় করোনা মরণ
আলোর পথটি তোমার আছে
করো মিথ্যার হরণ।
ইসলাম মোদের সত্য ধর্ম
শান্তির অপর নাম যে
সকল মিথ্যার মাঝে আছে
মোদের ধর্মের দাম যে।
কবিতাটি সকল ছোটটটট্ট বড়ড়ড়ড়
আপপপপপি দের উৎসর্গ কোরলাম
কবিতা আমার কিচচু হয় না
বিষয়: বিবিধ
২৭৭৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত ঝিলমিল বাতি
কারো বিয়ে না তো!
চমৎকার কবিতার জন্য শুকরিয়া।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন