গোলাপ যেমন ফুটে থাকে Day Dreaming

লিখেছেন লিখেছেন ছালসাবিল ১৫ অক্টোবর, ২০১৫, ০৫:১৮:৪৮ বিকাল



গোলাপ যেমন ফুটে থাকে

হাসি দিয়ে গাছে

সুন্দর বিলায় অকাতরে

বিলিয়ে সে বাঁচে।

Love Struck

কাঁটায় কাঁটায় ঘেরা তার গা

কষ্ট বুঝি বুকে

কাঁটা বিঁধায় কভু কাউকে

তবু থাকে সুখে।

Smug

তার সুন্দরে মানুষ হাসে

কষ্ট যায় সুদূরে

হেসে থাকে ঝড় বৃষ্টিতে

অথবা রোদ্দুরে।

Day Dreaming

মানুষ তারে ভালবাসে

যত্ন নিয়ে চাষে

অপেক্ষাতে ফুটার আশে

যত্নে তারি পাশে।

Time Out

হঠাৎ ভোরে কুঁড়ি ফোটে

গাছটি ভরে ভোরে

ফুল ফুটানোর সময় বুঝি

খুব বেশী নয় দূরে।

Day Dreaming

সূর্যের আলোয় ফুটে উঠে

একদিন হাজার গোলাপ

ঘ্রাণে মাতাল ভোরে দেখি

প্রজাপতির আলাপ।

Love Struck

সুন্দর দেখে চক্ষু মোদের

সুন্দরে ভরে প্রাণ

প্রজাপতি ভ্রমর আসে

নিতে গোলাপের ঘ্রাণ।

Smug

ক্ষণজন্মা গোলাপ আসে

অল্প আয়ূ নিয়ে

যেতে যেতে গোলাপ যায়যে

সুখ আনন্দ দিয়ে।

Day Dreaming

মানুষ আমরা আয়ূ অনেক

নিয়ে ধরায় আসি

নিজের লাগি পরে থাকি

নিজকে ভালবাসি।

Bee

বাঁচার জন্য আসিনি কেউ

থাকব নাকো ধরায়

নিজের জন্য করলে শুধু

জীবন জ্বলবে খরায়।

Hypnotised

রাখবে নাতো হৃদে কারো

যাবো যে হারিয়ে

কেউ তখন ডাকবে না আমায়

দু'টো হাত বাড়িয়ে।

Sad

অন্যের জন্য করলে কিছু

মানুষ থাকে অমর

স্মরণ রাখে মানুষ তারে

মরেও সে উমর।

Day Dreaming

ভাল কাজের ফলাফলটা

ভালই তবে হয়রে

কাজের ফলের কোনোদিনো

হয়না কিন্তু ক্ষয়রে।

Love Struck

সুখি মানুষ জ্ঞানী মানুষ

বাঁচলে অন্যের জন্য

শ্রদ্ধার সাথে বেঁচে থাকো

অমরত্বে হও ধন্য।

Wave

আসসালামু আলাইকুম Love Struck ধার নেয়া কবিতা Love Struck নিয়ে হাজির আজকেও Tongue Tongue (এততত ভালো কবিতা, চুরি না করে পারলাম না-কানে কানে) Tongue Tongue

আপনাদের জন্য চুরি কোরলাম Sad আপনারা আবার চোর বোলবেন না Time Out Big Grin Day Dreaming Smug

বিষয়: বিবিধ

২৬২১ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345804
১৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫৪
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১৪
286979
ছালসাবিল লিখেছেন : Worried পছন্দ পাই না Smug Crying
345805
১৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫৫
345807
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
শেখের পোলা লিখেছেন : "না বলিয়া পরের দ্রব্য লইলে তাহাকে চুরীকরা বলে"৷ এখন ছিনতাই ডাকাতী, হাইজ্যাক চাঁদাবাজীর জমানায় এ ফরমূলা চলেনা৷ আমি জানি এটা চুরীকরা নয়৷ গাড়ি এগিয়ে চলুক৷
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১৫
286980
ছালসাবিল লিখেছেন : Love Struck আমি Crying নাই, তবে অনুকরণ প্রিয় Love Struck
345812
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
শফিউর রহমান লিখেছেন : গোলাপগুলো খুবই সুন্দর - চোখ ধাঁধাঁনো।
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১৬
286981
ছালসাবিল লিখেছেন : Surprised কবিতা Surprised Smug ?Broken Heart
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১২
287108
শফিউর রহমান লিখেছেন : না ভাই, ছবির গোলাপের কথা বলেছি।
345816
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১৬
286982
ছালসাবিল লিখেছেন : ভাইয়া,Love Struck কুশুপুতুলাপিপপপি কই Tongue
345821
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৪
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১৭
286983
ছালসাবিল লিখেছেন : Love Struck থ্যাংকু Love Struck
345840
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:০৮
আফরা লিখেছেন : আপনি কি ছিছকে চোরের পদ দখল করেছেন নাকি ছোট্ট ভাইয়া ?তবে কবিতা সুন্দর Rose Rose Rose
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:১৮
286984
ছালসাবিল লিখেছেন : ভালো লাগার জন্য চুরি বৈধ Love Struck Tongue যেমন বৈধ বউয়ের Love Struck সাথে কিছু মিথ্যে উপমা দেয়া Crying
ইচকে চোর ভাইয়া কে দেখি না অননননেক দিন Smug অবশ্য আমি নিজেই অনিয়মিত Tongue
345852
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : তাই বলি বাগানের গোলাপ সব কই! Smug গোলাপি আন্তিকে নিয়ে লেখা এই কবিতাও সুন্দর হয়েছে। Rose
১৫ অক্টোবর ২০১৫ রাত ১১:২০
286985
ছালসাবিল লিখেছেন : আন্টি Love Struck গোলাপ গুলো Smug সংগ্রহ কোরে ডিপফ্রিজে রাখ্তেছি Tongue
ভাল্লাক্সে Tongue
345874
১৬ অক্টোবর ২০১৫ সকাল ০৭:১৯
হতভাগা লিখেছেন :
সূর্যের আলোয় ফুটে উঠে

একদিন হাজার গোলাপ

ঘ্রাণে মাতাল ভোরে দেখি

প্রজাপতির আলাপ।




১৬ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২৪
287007
ছালসাবিল লিখেছেন : Love Struck থ্যাংকু ভাইয়া Smug
১০
345928
১৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৬
ক্ষনিকের যাত্রী লিখেছেন : ভেরি নাইস গোলাপ+(চুরি করা Tongue )কবিতা!!!! Day Dreaming Day Dreaming Day Dreaming
অন্নেক ধন্যবাদ আমাদেরকে শেয়ার করার জন্য। Happy Happy
১৭ অক্টোবর ২০১৫ রাত ১১:৪০
287197
ছালসাবিল লিখেছেন : ক্ষণিকা পপপপপপি Love Struck এতততত দিন পড়ে Time Out Smug থ্যাংকু Love Struck চুরি করা হলেও অননননেক জোস Tongue তাই চুরি করেছি Smug
১১
346158
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০২
পুস্পগন্ধা লিখেছেন :
দিন দিন তাহলে বড় মাপের চোর হয়ে উঠছেন...............ভাল ভাল.. Thinking
১৮ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৪
287263
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue Tongue
মোন শুধু মোন চুরি করেছে Smug
ওওও সেতো মুখ খোলেনি Surprised
আমি শুধু কবিতা চুরি করেছি Smug
ওওওও মোন চুরি করিনি Tongue Tongue

Crying Crying Crying আমি চোর নই Surprised Smug Worried Tongue গন্ধাপিপিপি Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File