হিসাব কিতাব

লিখেছেন লিখেছেন আজ কিছু ০৭ মে, ২০১৪, ০২:৫০:৫৩ রাত

হিসাব কিতাব নিয়েই বসো দিনের শেষে মনফকিরা

আজকে কিন্তু ত’বিল খাতায় কেউ লেখেনা রামপ্রসাদী

যেটুকু যার পাওনা গণ্ডা সবাই বোঝে , নিখুঁত বোঝে

কিছু কিছু অঙ্ক মেলান শুভঙ্করী , কিছু লালন

তুমি চাইলে একটি টাকা- ষোলো আনা – বস্তুগত

কৃষ্ণ দিলেন কাম ক্রোধাদি ছয়টি টাকা না চাইতেই

অসময়ে অস্থানে যা খরচ হল ফালতু খরচ

বৃষ্টি ধারায় কাঁদলে হবে রিপুর ছাতায় আতান্তরে?

বললে গণিত চর্চা আছে। বললে হবে খরচা আছে।

পাঁচ ইন্দ্রিয় ত্বক নাসাদি গুণিতকের পদক্ষেপে

আট কুঠুরি নয় দরোজায় ঢুকতে হবে সময় মেপে

বেঁচে থাকার জ্যামিতি আর টিকে থাকার নিপুণ গণিত

বুঝলে তুমি আর্কিমিডিস , না বুঝলেই হের হিটলার

ফুল ফোটানোর গণিত দিয়ে পটাতে যাও বান্ধবীকে

জানতে নাকো ঋতুচক্র চান্দ্রমাসে সমীকরণ

এবার তবে হিসেব নিয়ে অঙ্ক করো মনফকিরা।

বিষয়: সাহিত্য

১১৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218419
০৭ মে ২০১৪ দুপুর ১২:০৭
লোকমান লিখেছেন : জটিক কবিতা
218873
০৮ মে ২০১৪ সকাল ০৫:০১
আজ কিছু লিখেছেন : লোকমান আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File