আমি কি চেয়েছি।
লিখেছেন লিখেছেন আজ কিছু ০৯ মে, ২০১৪, ০৯:৩৬:২১ রাত
আমি কি চেয়েছি এতো রক্তের দামে
এতো কষ্টের, এত মৃত্যুর, এতো জখমের দামে
বিভ্রান্তির অপচয়ে ভরা এই ভাঙা ঘরখানি?
আমি কি চেয়েছি কুমির তাড়ায়ে বাঘের কবলে যেতে?
আর কতো চাস? আর কতো দেবো কতো রক্তের বলী?
প্রতিটি ইঞ্চি মাটিতে কি তোর লাগেনি লোহুর তাপ?
এখনো কি তোর পরান ভেজেনি নোনা রক্তের জলে?
ঝড়ে বন্যায় অনাহারে আর ক্ষুধা মন্বন্তরে
পুষ্টিহীনতা, জুলুমে জখমে দিয়েছি তো কোটি প্রান-
তবুও আসেনা মমতার দিন, সমতা আসেনা আজো।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনাহারে আর
ক্ষুধা মন্বন্তরে
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন