আমরা বোকা না।বাংলাদেশ সরকার বোকা

লিখেছেন লিখেছেন আজ কিছু ০৭ মে, ২০১৪, ০৮:৩৬:১৬ রাত



টেলিনর বাংলাদেশে কাজ চালায় গ্রামীন ফোন নামে, ইন্ডিয়াতে চালায় ইউনিনর হয়ে। তাদের সার্ভিস একই দুই দেশে কিন্তু আমাদেরকে একই সার্ভিস প্রোভাইড করে টেলিনর প্রায় ১০ গুন বেশি চার্জ করে... ৬গিগাবাইট নাকি ইন্ডিয়াতে টেলিনর মাত্র ১৫০ রুপিতে দেয় আর আমাদের দেশে দেয় ১৪০০ টাকায়!

বাংলাদেশ হলো তাদের টাকা বানানোর জায়গা আর বাঙ্গালি তাদের বলির পাঠা, এই রকম শুধু গ্রামীনফোন না এয়ারটেল, রবি, বাংলালিংক আমাদের রক্ত শুষে নিচ্ছে বিভিন্ন চটকদার ব্যবস্থায়। সরকারের উচিৎ টেলিকম কোম্পানিগুলার শোষন বন্ধ করায় তাদের থেকে কম রেটে বেস্ট সার্ভিস আদায় করার নীতি প্রণয়ন করা যত দ্রূত সম্ভব।

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218756
০৭ মে ২০১৪ রাত ০৯:০৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তাহলে দেখা যাচ্ছে আমরাই বলদ।
218768
০৭ মে ২০১৪ রাত ০৯:৫৮
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মানুষ বীরের জাতি । এরা আবার সব কিছুতে বেশী পয়সা খরচ করতে ভালবাসে । রোজার সময় বেগুনের দাম ৮০ টাকা হলেও সমস্যা নেই । বেগুন বাজারে পড়ে থাকে না । দাম যতই হোক কেনার লোকের অভাব হয় না । বেগুনী না খেলে যেন রোজাই কবুল হবে না ! সারা বছর ধর্ম কর্ম পালন করার কোন খবর নেই ,রোজার সময় এলে ধর্ম কর্মের ব্যাপারে খুব অস্থির হয়ে পড়ে।

১লা বৈশাখেও ১২০০০ টাকা হালি ইলিশ কিনতে বাংলাদেশীদের সমস্যা হয় না ।

যখন কোন জিনিসের দাম বাড়ে তখন কলিকাতায় হাহাকার শুরু হয়ে যায় । সেখানে নাকি ভোক্তা অধিকার আইন খুব কড়া




আর বাংলাদেশে কোন জিনিসে দাম বাড়লে মানুষ তো তার কোন প্রতিবাদই করে না বরং কে বেশী দামেরটাই কিনতে পারে তার জন্য প্রতিযোগিতা শুরু হয় ।

আগে মাছের বাজারে দরদাম করা যেত । এখন সেটা পারা যায় না কারণ আপনি দামাদামি করে যে কম দামে কিনতে চাইছেন , আপনার পিছনের পয়সা ওয়ালা লোকটি ঠিকই বেশী দামেই কিনে নিয়ে যাবে । ফলে আপনি মাছটি তো পেলেনই না বরং মাছওয়ালার বাঁকা হাসি উপহার পেলেন । সামনে আবার তার কাছে গেলে উনি আপনাকে দরদাম করার সুযোগই দেবে না , তেলাপিয়া বা চাষের কৈ এগিয়ে দেবে ।
বাংলাদেশীরা একজোট না বলে তাদের কাছ থেকে ব্যবসায়ীরা ইচ্ছে মত হাতিয়ে নিতে পারে । এই এরাই অন্যদেশে তা পারে না , কারণ সেখানের মানুষরা একজোট হয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে এবং কড়া জবাবও দেয়।

218774
০৭ মে ২০১৪ রাত ১০:৩৭
আজ কিছু লিখেছেন : ভালো লাগলো
218780
০৭ মে ২০১৪ রাত ১০:৫৬
আহ জীবন লিখেছেন : এটা গ্লবালাইজেসন এর নামে চোষণ নীতি। আমরা কুলুর বলদ।

মাইরত খাইই মাইরের পইসাও দেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File