আমাদের স্বাধীনতা

লিখেছেন লিখেছেন আজ কিছু ০৪ মে, ২০১৪, ০৮:৩৯:৩২ রাত



এই ছবির মাঝখানে যেই সুদর্শন যুবকটিকে দেখতে পাচ্ছেন তাঁর নাম আজাদ। তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। তিনি মার্কেটে গিয়ে তখনকার দিনে এক ধাক্কায় ১০০০ টাকায় এলভিস প্রিসলির রেকর্ড কিনে আনতেন গান শোনার জন্য। তিনি শাফি ইমাম রুমীদের সাথেই ক্র্যাক প্লাটুনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ করেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আজাদ ধরা পড়ে। এবং তাঁকে বলা হয়, সে যদি অন্য মুক্তিযোদ্ধাদের নাম এবং অবস্থান বলে দেয়, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজাদের মা আজাদকে বলেন যত অত্যাচারই করুক না কেন বাবা কারও নাম বলিস না। মা কয়েকদিন পর আজাদের জন্য জেলে ভাত নিয়ে যান কারণ আজাদ ভাত খেতে চেয়ে ছিলো। সেই ভাত আর আজাদের খাওয়া হয়নি। আজাদ কে আর খুঁজে পাওয়া যায়নি। দেশ স্বাধীন হওয়ার পর ১৫ বছর বেঁচে ছিলেন আজাদের মা। ওই ১৫ বছর আজাদের মা একবারে জন্যও ভাত খাননি। কখনো খাটে ঘুমাননি কারণ আজাদ বন্দি অবস্থায় মেঝেতে ঘুমাত।

সবাইকে ছবিটি শেয়ার করে দেওয়া জন্য অনুরোধ করছি। কারণ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই রকম লাখ লাখ আজাদ এবং আজাদের মায়ের মত মা থাকার কারণে। শুধু একক কারো কৃতিত্বে না কিংবা একক কোন দলের মাধ্যমে না!! প্রতিটা সাধারণ মানুষ হোক সে গরিব কিংবা ধনী, তাদের অল্প হলেও যতটুকু আত্মত্যাগ আছে তাতেই পেয়েছি আমাদের স্বাধীনতা!!

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217483
০৪ মে ২০১৪ রাত ০৯:৩৪
ফেরারী মন লিখেছেন : এত দাম দিয়ে কেনা মুক্তিযুদ্ধ নিয়ে আজ ব্যবসা হচ্ছে। ভাবতেই কষ্ট লাগে। Sad শেয়ার করার জন্য ধন্যবাদ
217489
০৪ মে ২০১৪ রাত ১০:০১
ছিঁচকে চোর লিখেছেন : সুন্দর সুন্দর শেয়ার করুন বেশী বেশী মানুষ আরো জানুক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File